Football: মালদ্বীপে উড়ে যাওয়ার আগে বড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল

অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।। সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালদ্বীপে উড়ে যাওয়ার আগে বড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্কোয়াডে থাকা এটিকে মোহনবাগানের গোলরক্ষক অমরিন্দর সিংহ।

রবিবার সাফের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করে ভারত। কোচ ইগর স্তিমাচ দল ঘোষণার পরই জানা যায় অমরিন্দর সিংহ করোনায় আক্রান্ত।

অমরিন্দর এই মুহূর্তে নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। তাকে ছাড়াই মঙ্গলবার মালদ্বীপের বিমান ধরবে ভারতীয় দল। অমরিন্দরের জায়গায় সম্ভবত দলে ঢুকছেন ধীরজ সিংহ।

৪ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফে নিজেদের মিশন শুরু করবে ভারত। বাংলাদেশ ও ভারত ছাড়াও আসরে অংশ নিচ্ছে- শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক মালদ্বীপ।

খেলা হবে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। প্রথম পর্বে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। এরপর সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনাল খেলবে ১৬ অক্টোবর।

সাফে সাত বারের চ্যাম্পিয়ন ভারত।

১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে সাফ শিরোপা জিতে দলটি।

ভারতের ২৩ সদস্যের দল

গোলরক্ষক: গুরপ্রীত সিং, অমরিন্দর সিং (করোনায় আক্রান্ত), বিশাল কাইঠ।

ডিফেন্ডার: প্রীতম কোটাল, সেরিটন ফার্নান্ডেজ, চিংলেসানা সিং, রাহুল ভেকে, শুভাশিস বোস, মন্দার রাও দেশাই।

মিডফিল্ডার: উদান্তা সিং, ব্রেন্ডন ফার্নান্ডেজ, লালেনগামাবাইয়া, অনিরুদ্ধ থাপা, আব্দুল সামাদ, জিকসন সিং, গ্লেন মার্টিন্স, সুরেশ সিং, লিস্টন কোলাসো, ইয়াসির মহম্মদ।

স্ট্রাইকার: মনবীর সিং, রহিম আলি, সুনীল ছেত্রী, ফারুখ চৌধুরি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?