স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।।
সোমবার আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে রাজধানীর ব্যানার্জি পাড়াস্থিত ১৭ নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয়দের মধ্যে ডাস্টবিন বিতরণ করা হয়৷
এদিন ১৭ নম্বর ওয়ার্ডস্থিত ব্যানার্জি পাড়া এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ডাস্টবিনগুলি তুলে দেন নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা৷ পরে তিনি বলেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার এই স্বপ্ণ নিয়ে এগুচ্ছে সরকার৷
কেন্দ্র ও রাজ্য সরকারের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে জনগণের মাধ্যমে৷ মডেল স্টেট বানানোর মুুখ্যমন্ত্রীর ইচ্ছে শীঘ্রই পূরণ হবে৷ আগরতলা শহর হবে স্মার্ট সিটি৷ কেবল মাত্র আর্থ সামাজিক উন্নয়ন, আর পরিকাঠামোর উন্নয়ন ঘটালেই শহর স্মার্ট সিটি হবে না৷
আচার আচরণ ও অভ্যাসের মধ্যেও বদল আনতে হবে৷ আগরতলাকে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কেবল সাফাই কর্মীদের নয়, এই দায়িত্ব নাগরিকদেরও৷ বাড়ির ভেতরের পাশাপাশি আশপাশকে স্বচছ রাখতে হবে৷
নির্দিষ্ট স্থানে ফেলতে হবে আবর্জনা৷ ৪, ২৪,ও ১৭ নাম্বার ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে৷ আগামী দিনে সমস্ত ওয়ার্ড এবং নগরগুলিকে উন্নয়ন ঘটানো হবে নির্ধারিত সময়ের মধ্যে৷
আগরতলা পুর নিগম এলাকায় থাকা সমস্ত ক্লাব গুলিকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী সান্তনা চাকমা৷ টুয়েপের কাজ যাতে সঠিকভাবে এবং সঠিক সময়ে করা হয় সেই দিকে বিশেষ ভাবে নজর দিতে দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন তিনি৷
উন্নয়নের জন্য সকলের মতামত নেবে সরকার৷ তাই সকলকে তাদের মতামত জানাতে আহ্বান জানান তিনি৷ অনুষ্ঠানে ছিলেন আগরতলা পুর নিগম ও নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা৷