Distribution: আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ডাস্টবিন বিতরণ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।।
সোমবার আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে আগরতলা পুর নিগমের  পক্ষ থেকে রাজধানীর ব্যানার্জি পাড়াস্থিত ১৭ নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয়দের মধ্যে ডাস্টবিন বিতরণ করা হয়৷

এদিন ১৭ নম্বর ওয়ার্ডস্থিত ব্যানার্জি পাড়া এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ডাস্টবিনগুলি তুলে দেন নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা৷ পরে তিনি বলেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার এই স্বপ্ণ নিয়ে এগুচ্ছে সরকার৷

কেন্দ্র ও রাজ্য সরকারের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে জনগণের মাধ্যমে৷ মডেল স্টেট বানানোর মুুখ্যমন্ত্রীর ইচ্ছে শীঘ্রই পূরণ হবে৷ আগরতলা শহর হবে স্মার্ট সিটি৷ কেবল মাত্র আর্থ সামাজিক উন্নয়ন, আর পরিকাঠামোর উন্নয়ন ঘটালেই শহর স্মার্ট সিটি হবে না৷

আচার আচরণ ও অভ্যাসের মধ্যেও বদল আনতে হবে৷ আগরতলাকে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কেবল সাফাই কর্মীদের নয়, এই দায়িত্ব নাগরিকদেরও৷ বাড়ির ভেতরের পাশাপাশি আশপাশকে স্বচছ রাখতে হবে৷

নির্দিষ্ট স্থানে ফেলতে হবে আবর্জনা৷ ৪, ২৪,ও ১৭ নাম্বার ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে৷ আগামী দিনে সমস্ত ওয়ার্ড এবং নগরগুলিকে উন্নয়ন ঘটানো হবে নির্ধারিত সময়ের মধ্যে৷

আগরতলা পুর নিগম এলাকায় থাকা সমস্ত ক্লাব গুলিকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী সান্তনা চাকমা৷ টুয়েপের কাজ যাতে সঠিকভাবে এবং সঠিক সময়ে করা হয় সেই দিকে বিশেষ ভাবে নজর দিতে দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন তিনি৷

উন্নয়নের জন্য সকলের  মতামত নেবে সরকার৷ তাই সকলকে তাদের মতামত জানাতে আহ্বান জানান তিনি৷ অনুষ্ঠানে ছিলেন আগরতলা পুর নিগম ও নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?