অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।। আইপিএলের চলতি আসরে দ্বিতীয় জয়ের দেখা পেল সানরাইজার্স হায়দরাবাদ। জ্যাসন রয় ও কেন উইলিয়ামসনের ব্যাটিং নৈপুণ্যে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিল দলটি। ১০ খেলায় এটি মাত্র দ্বিতীয় জয় হায়দরাবাদের।
সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৬৫ রান তাড়া করতে নেমে ভালো শুরু পায় হায়দরাবাদ।
রয় ও ঋদ্ধিমান সাহা উদ্বোধনী জুটিতে ৫৭ রান যোগ করেন। সাহা ১৮ রান করে ফিরলে উইকেটে আসেন কেন উইলিয়ামসন। রয়ের সঙ্গে তারও ৫৭ রানের জুটি হয়। যা দলকে জয়ের পথে নিয়ে যায়।
ইংলিশ ওপেনার রয় ৪২ বলে ৮ চার ও ১ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৬০ রান করেন। উইলিয়ামসন ৪১ বলে ৫ চার ও ১ ছক্কায় খেলেন ৫১ রানের অপরাজিত ইনিংস। অভিষেক শর্মা ১৬ বলে ২১ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ৩.৩ ওভার বল করেন ২৬ রান খরচায় ১ উইকেট পান।
এর আগে অধিনায়ক সঞ্জু স্যামসনের ৫৭ বলে ৮২ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৬৪ রানের পুঁজি গড়ে রাজস্থান। ম্যাচসেরা হয়েছেন জ্যাসন রয়।
এদিনের জয়েও টেবিলে হায়দরাবাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। প্লে-অফ থেকে অনেক আগেই ছিটকে যাওয়া দলটি তলানিতেই রয়ে গেছে।
রাজস্থান ৮ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। তাদের প্লে-অফ খেলা চ্যালেঞ্জের মুখেই পড়ে গেছে। বাকি চার ম্যাচের সবকটিতে জিততে হবে দলটিকে।