Central Minister: দেশে গৃহপালিত পশু পাখিদের আধার কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। বহুবিধ সমস্যায় ধুঁকছে রাজ্যের একমাত্র ভেটেরিনারি কলেজটি৷ ৫৬.১৭ একর জায়গা জুড়ে গড়ে ওঠা কলেজের নেই কোন বাউন্ডারি ওয়াল৷ লাইব্রেরী আছে,  কিন্তু নেই প্রয়োজনীয় বই৷ ল্যাব গুলোতে নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি৷

ছাত্র-ছাত্রী তাদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাতে পারছে না৷ ২০০৯ সালে ২০ জন ছাত্র-ছাত্রী নিয়ে কলেজটি পথ চলতে শুরু করে৷ এখন ২০৮ জন পড়ুয়া রয়েছে কলেজে৷ মোট ছাত্র সংখ্যার ৬০ শতাংশ ছাত্রী৷ কলেজে নেই অডিটোরিয়াম৷ নেই স্টেডিয়াম কিংবা খেলার মাঠ৷ কেন্দ্রীয় প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী ডক্টর সঞ্জীব কুমার বালানজি অডিটোরিয়াম তৈরি করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করার আশ্বাস দিয়েছেন৷

তবে অডিটোরিয়াম নয়, পড়ুয়াদের ট্রেনিং সেন্টার তৈরি করার নামে প্রজেক্ট পাঠাতে বলেন তিনি৷ এক ছাত্রী তনুশ্রী গোস্বামী স্টাইপেন্ড বাড়ানোর দাবি করেন৷ অনেক গরিব ছাত্র-ছাত্রী এই ভেটেরিনারি কলেজে পড়াশোনা করে৷ কিন্তু খুব কম স্টাইপেন্ড তাদের৷ অন্যান্য রাজ্য থেকে ইন্টার্নশিপও কম এই রাজ্যে মাত্র ৮ হাজার টাকা৷ ইন্টার্নশিপ বাড়ানোর দাবি করে ছাত্রীটি৷

রাজ্যের ভেটেরিনারি কলেজের সমস্যা সম্পর্কে অবহিত হয়ে তার সমাধান করার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী ডক্টর সঞ্জীব কুমার বালাজি৷ সোমবার তিনি আগরতলার আর কে নগরে ভেটেরিনারি কলেজ পরিদর্শন করেন৷ পরে লেম্বুছড়াস্থিত আইসিএআর পরিদর্শন করেন৷ ভেটেরিনারি কলেজে ছাত্র-ছাত্রীদের সাথে মত বিনিময় করেন৷ ছাত্র-ছাত্রী কলেজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন৷

ভেটেরিনারি কলেজে অডিটোরিয়ামের দাবি তুলে ছাত্র-ছাত্রী৷ এই ভেটেরিনারি কলেজে মোট পড়ুয়ার ৬০ শতাংশ ছাত্রী দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি৷ নিজের কলেজ জীবনের অভিজ্ঞতার কথা কেন্দ্রীয় মন্ত্রী তুলে ধরেন৷ ফ্যাকাল্টির সমস্যার কথা জেনে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে এ বিষয়ে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন৷

সারা দেশে গৃহপালিত পশু পাখিদের আধার কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ পাশাপাশি প্রাণীদের চার রকমের ভ্যাকসিন দেওয়া হচ্ছে৷ রাজ্যে মোট জনসংখ্যার ৫০ শতাংশ মানুষ প্রাণী পালনের উপর নির্ভরশীল৷ ফলে যারা ভেটেরিনারি কলেজ থেকে পাস করে বের হবে তাদেরকে সামনে বিশাল চ্যালেঞ্জ নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি৷

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার প্রাণী পালনের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে৷ প্রাণী পালনের জন্য ফার্ম গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার ঋণে সাবসিডি দিচ্ছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তিনি প্রাণী প্রজননের উপর গুরুত্ব দিয়েছেন৷ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রাণী পালনে অনেক স্কিম রয়েছে৷

অনেক সুযোগ রয়েছে৷ সারা দেশে মোবাইল ভেটেরিনাারি ক্লিনিক শুরু হয়েছে৷ এক লক্ষ প্রাণী পালক এলাকায় একটি করে এ ধরণের ক্লিনিক দেওয়া হবে৷ এতে প্রাণী চিকিৎসকরা ঘরে ঘরে গিয়ে প্রাণীও পশুদের চিকিৎসা করবেন৷ তিনি বলেন, প্রাণীরা সুস্থ থাকলে মানুষ সুস্থ থাকবে৷

তিনি ভেটেরিনারি কলেজে লাইব্রেরির সমস্যা নিয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন৷ পাশাপাশি কম্পিউটারের সমস্যা দূর করারও আশ্বাস দিয়েছেন তিনি৷ পরে তিনি কলেজের ক্যান্টিনে পড়ুয়াদের সাথে চা পান করেন৷ লেম্বুছড়াস্থিত আইসিএআর পরিদর্শন করে কৃষি বিজ্ঞানীদের সাথে কথা বলেন৷

উল্লেখ্য, আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে এবং আত্মনির্ভর ভারত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য গ্রামীণ আয় বাড়াতে আইসিএআর ত্রিপুরা ২ দিনের কৃষি দিবসের আয়োজন করে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?