অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মঈন আলী। দ্রুতই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন ইংলিশ অলরাউন্ডার।
ইংল্যান্ডের হয়ে ৬৪ টেস্ট খেলেছেন মঈন। তবে দীর্ঘ ফরম্যাটের এই ক্রিকেট খেলতে আর ক্ষুধার্ত নন ৩৪ বছর বয়সী তারকা। এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজের আগে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন মঈন। বর্তমানে আইপিএলে আরব-আমিরাত পর্বে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন তিনি।
ইতোমধ্যে মঈন হয়তো অবসরের বিষয়ে জানিয়েছেনে ইংল্যন্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড ও অধিনায়ক জো রুটকে।
টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেও সাদা বলের ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। খেলবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটেও খেলার সম্ভাবনা রয়েছে তার।
ইয়ান বোথাম, গ্যারি সোবার্স ও ইমরান খানদের মতো কিংবদন্তি অলরাউন্ডারদের চেয়ে কম টেস্ট খেলে ২ হাজার উইকেট ও ১০০ উইকেট পেয়েছেন মঈন। মাত্র ১৫ জন ইংলিশ বোলার তার চেয়ে বেশি টেস্ট উইকেট পেয়েছেন।
মঈন ৬৪ টেস্টে ব্যাট হাতে নিয়েছেন ২,৯১৪ রান এবং বল হাতে নিয়েছেন ১৯৫ উইকেট।