অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।। প্রায় দুই বছর ইসরায়েলের জেলে বন্দী থাকার পর মুক্তি পেলেন ফিলিস্তিনি রাজনীতিক ও সুশীল সমাজ নেতা খালিদা জারার।
আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, বামপন্থী ব্যক্তিত্ব ও নিষ্ক্রিয় ফিলিস্তিনি আইন পরিষদ (পিএলসি)-এর সদস্য ৫৮ বছরের খালিদাকে রবিবার বিকেলে জেনিন শহরের চেক পয়েন্টে ইসরায়েলি কর্তৃপক্ষ ছেড়ে দেয়।
বিচার বা অভিযোগ ছাড়াই ২০ মাসের প্রশাসনিক আটক থেকে মুক্তির আট মাস পর ২০১৯ সালের ৩১ অক্টোবর আটক করা হয় তাকে।
গত জুলাইয়ে তার দুই মেয়ের একজন ৩১ বছর বয়সী সুহা শারীরিক জটিলতায় ভুগে রামাল্লায় মারা যান।
ওই সময় মেয়ের শেষকৃত্যে অংশ নিতে খালিদাকে মুক্তি দিতে রাজনীতিকেরা আহ্বান জানালেও ইসরায়েলি কর্তৃপক্ষ তা অগ্রাহ্য করে।
মুক্তি পেয়েই রবিবার রামাল্লায় মেয়ের কবরে জানান খালিদা জারার। সেখানে তার দলের অনেক নেতা হাজির হন। ছিলেন রামাল্লার গভর্নর, সাংবাদিকসহ অনেকে।
মেয়ের সমাধির সামনে দাঁড়িয়ে খালিদা বলেন, তারা আমাকে প্রিয় কন্যার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে এবং তার কপালে চুমু দিতে বাধা দিয়েছে।
কান্নায় ভেঙে পড়ে বলেন, ২০১৯ সালে গ্রেপ্তারের রাতে শেষবার সুহাকে জড়িয়ে ধরে ছিলাম।
খালিদা জারারকে চলতি বছরের মার্চ পর্যন্ত প্রশাসনিক আটকে রাখা হয়, তখন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি)-এর সঙ্গে জড়িত থাকায় একটি ইসরায়েলি সামরিক আদালত তার বিরুদ্ধে ‘অবৈধ সংগঠনের সদস্য’ অভিযোগ আনে। একই অভিযোগে তাকে আগেও আটক করা হয়।