অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।। রাশিয়ার কাছ থেকে আবারও এস-৪০০ মিসাইল কেনার পরিকল্পনার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সিবিএস নিউজকে এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
ওই সময় এরদোয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রকে ১৪০ কোটি ডলার দিয়েছিল তুরস্ক। বিনিময়ে এফ-৩৫ ক্ষেপণাস্ত্র পাওয়ার কথা ছিল।
কিন্তু যুক্তরাষ্ট্র তা দেয়নি। ফলে বাধ্য হয়েই রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনে তুরস্ক।
রাশিয়া থেকে তুরস্ক ক্ষেপণাস্ত্র কেনার পরে ক্ষোভ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। ন্যাটোর মধ্যে থেকে এ কাজ করা যাবে না বলে সরব হয় মার্কিন প্রশাসন। তুরস্কের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞাও জারি করা হয়। ন্যাটোও এরদোয়ানকে সতর্ক বার্তা দেয়। কিন্তু তাতেও নিজের অবস্থান থেকে সরেননি তুরস্কের প্রেসিডেন্ট।
তিনি জানিয়েছেন, তুরস্কের নিজের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার অধিকার আছে। সেখানে অন্য দেশের হস্তক্ষেপ তারা মেনে নেবে না।
সে কারণেই রাশিয়ার কাছ থেকে মিসাইল কেনা হয়েছিল এবং ভবিষ্যতে আরও কেনা হবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্র সফরে গিয়েও জো বাইডেনের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন না। কারণ বাইডেন তুরস্কের প্রতি অবস্থান বদলাননি।