অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।। সাম্প্রতিক সময়ে আশা-নিরাশার দোলাচলে দিন কাটাচ্ছে বার্সেলোনা। তবে তা শেষ করার ইঙ্গিতই দিল রোনাল্ড কোম্যানের দল।
লা লিগায় টানা দুই ড্রয়ের পর জয়ের দেখা পেয়েছে কাতালান জায়ান্টরা। রবিবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়েছে বার্সা।
সেই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ পর জয় পেল কোম্যানের দল। চোট কাটিয়ে ১০ মাস পর মাঠে ফিরেই গোল পেয়েছেন বার্সার নতুন ‘নাম্বার টেন’ আনসু ফাতি।
পরিসংখ্যানের হিসেবে, কোচ কোম্যানের স্কোয়াডে লিওনেল মেসি থাকলেও গত মৌসুমের চেয়ে এবারের লা লিগা মৌসুমটা আরও ভালো শুরু করেছে বার্সা।
লেভান্তের বিপক্ষে জয়ের পর ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে আছে কাতালান জায়ান্টরা। ২০২০/২১ মৌসুমে ৬ ম্যাচ শেষে ৮ নম্বরে ছিল বার্সা।
তবে প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে পাওয়ার ক্ষেত্রে গত মৌসুমের মতো একই অবস্থা এই মৌসুমেও একই অবস্থা কোম্যানের শিষ্যদের। চলতি মৌসুমে ১১ গোল করেছে বার্সা। তুলনামূলকভাবে গত বছরের চেয়ে যা এক গোল বেশি।
লিগে এবারও রক্ষণভাগ নিয়ে দুশ্চিন্তায় কোম্যান। ইতোমধ্যে পাঁচ গোল হজম করেছে বার্সা। যা গত মৌসুমের চেয়ে এক গোল বেশি।