অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।। ফুটবলকে বিদায় জানালেন আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার সামির নাসরি। এক সময় মাঝমাঠ দাপিয়ে বেড়ানো ৩৪ বছর বয়সী এই তারকা হঠাৎ যেন হারিয়ে গিয়েছিলেন।
নাসরির পেশাদারি ক্যারিয়ার শুরু মার্শেইতে। ফরাসি ক্লাবটির সঙ্গে চার বছরের সম্পর্ক ছিন্ন করে ২০০৮ সালে ১২ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দেন তিনি। এমিরেটসে কোচ আর্সেন ওয়েঙ্গারের অধীনে তিন বছর ছিলেন নাসরি।
এরপর ২০১১ সালে ২৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। ইতিহাদে ছয় বছর থাকাকালীন সিটিজেনদের দুটি প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জেতাতে সহায়তা করেন এই ফরাসি তারকা।
নাসরি তুরস্কের ক্লাব আন্তালিয়াসপোরের হয়েও খেলেছেন। এরপর ক্যারিয়ারের শেষ চার বছর কাটান ওয়েস্ট হাম ও আন্ডারলেখটে। গত বছর বেলজিয়ান ক্লাবটি ছাড়ার পর এক ফরাসি টেলিভিশনে পণ্ডিত হিসেবে কাজ শুরু করেন এই তারকা।
নাসরি পেশাদারি ক্যারিয়ারের আনুষ্ঠানিক ঘোষণা দেন এক ফরাসি পত্রিকাকে সাক্ষাৎকার দেওয়ার সময়। ফুটবলকে বিদায় জানানোর ক্ষেত্রে সাম্প্রতিক কয়েক বছরের বিশেষ কয়েকটি ঘটনাকে দায়ী করেন তিনি।
২০১২ সালে ফ্রান্সের তৎকালীন নব নিযুক্ত কোচ দিদিয়ের দেশমের সঙ্গে বিবাদে জড়িয়ে জাতীয় দল থেকে বাদ পড়েন নাসরি।