অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।। উত্তর লন্ডন ডার্বিতে দুর্দান্ত জয় পেয়েছে আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটসে টটেনহামকে ৩-১ গোলে হারিয়েছে গানাররা।
স্পার্সদের বিপক্ষে এই দাপুটে জয়কে ‘বিশেষ দিন’ হিসেবে আখ্যায়িত করেছেন আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা। বিশেষ দিন হওয়ারই কথা স্প্যানিশ কোচের জন্য।
কারণ, চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি আর্সেনালের। তার মধ্যে হেরেছে বড় দুই প্রতিপক্ষ চেলসি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে। সিটিজেনদের বিপক্ষে তো ইতিহাদে ৫-০ গোলে বিধ্বস্তও হয়েছে আর্সেনাল।
তবে দুঃসময় পেছনে ফেলে প্রিমিয়ার লিগে টানা তিন জয় আদায় করে নিয়েছে আর্তেতার দল। তার মধ্যে স্পার্সদের বিপক্ষেই মৌসুমের বড় জয় পেল আর্সেনাল।
শিষ্যদের এমন পারফরম্যান্সে সঙ্গে প্রশংসাও কুড়িয়েছেন আর্তেতা। আর্সেনালের সাবেক ফরাসি ডিফেন্ডার গায়ে ক্লিচি জানিয়েছেন, ‘পরবর্তী আর্সেন ওয়েঙ্গার হতে পারেন আর্তেতা’।
আর্সেনালের ইতিহাসে সমার্থক হয়ে আছে আর্সেন ওয়েঙ্গারের নাম। ফরাসি কোচ এমিরেটস ছাড়ার পর স্থায়ীভাবে গানারদের দায়িত্ব নেন তারই শিষ্য আর্তেতা।
কিন্তু এখনো গুরুর দেখানো সাফল্যের পথে হাঁটতে পারেননি সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার।
তবে আর্সেনাল বিশ্বাস রাখছেন আর্তেতার ওপরেই। ব্যর্থতার খোলস ছেড়ে বেরোনোর পর ৩৯ বছর বয়সী কোচও টটেনহামের বিপক্ষে জয়ে খুশি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাদের কী করতে হবে তার এক উদাহরণ হলো আজ। এটা বিশেষ দিন। ’