অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।। ইসলামিক আইন লঙ্ঘনের দোহাই দিয়ে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে দাড়ি কামানো বা ছেঁটে ফেলতে নাপিতদের নিষেধ করা হয়েছে।
তালেবানদের ধর্মীয় পুলিশ জানিয়েছে, এ নিষেধ না মানলে শাস্তি পেতে হবে। রাজধানী কাবুলের কয়েকজন নাপিতও জানিয়েছেন, ইতিমধ্যে তারা এমন বার্তা পেয়েছেন।
মধ্যপন্থার প্রতিশ্রুতি দিলেও এর মাধ্যমে অতীতের কড়াকড়ির দিকে ফিরে যাওয়ার ইঙ্গিত দিল তালেবান সরকার।
গত মাসে রাষ্ট্রীয় ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর প্রতিপক্ষের ওপর তালেবানের প্রতিশোধের খবর পাওয়া যায়। শনিবার যোদ্ধারা চার অভিযুক্ত অপহরণকারীকে গুলিতে হত্যা করে ও মৃতদেহ হেরাত প্রদেশের রাস্তায় ঝুলিয়ে রাখা হয়।
দক্ষিণ হেলমান্দ প্রদেশের সেলুনে পোস্ট করা একটি বিজ্ঞপ্তিতে তালিবান কর্মকর্তারা সতর্ক করে দিয়েছিলেন, চুল কাটা ও দাড়ি রাখার জন্য নাপিতদের অবশ্যই শরিয়া আইন মেনে চলতে হবে।
কাবুলের এক নাপিত বলেন, যোদ্ধারা দাড়ি ছাঁটা বন্ধ করার নির্দেশ দিয়েছে। আমাদের ধরার জন্য গোপন পরিদর্শক পাঠাতে পারে।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে চুলের উজ্জ্বল রং করা নিষিদ্ধ করে ইসলামপন্থীরা। ওই সময় দাড়ি বড় করায় জোর দেওয়া হয়।