অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।। আফগানিস্তানে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর বিদেশি বিমান চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সকল এয়ারলাইনস আবারও ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে।
তালেবান সরকারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র রবিবার এ কথা জানায়। আবদুল কাহার বলখি এক বিবৃতিতে বলেন, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের সব সমস্যার সমাধান করা হয়েছে।
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট চলাচলের জন্য এটি এখন প্রস্তুত। তিনি আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও ফ্লাইট চলাচলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছে।
কাবুল থেকে মার্কিন বাহিনী ও নাগরিকদের সরিয়ে নেওয়ার সময় বিমানবন্দরের অনেক ক্ষতি হয়।
তালেবানের কাবুল দখলের পর যুক্তরাষ্ট্র পূর্ব ঘোষণা অনুযায়ীই ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে তার সকল সৈন্য প্রত্যাহার করে নেয়।