অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।। গত শনিবার রাতে শনির দশায় পড়েছিলেন ফ্লোরেন্তিনো পেরেজ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে গোলশূন্য ড্র করে রিয়াল মাদ্রিদ।
লস ব্লাঙ্কোসদের পয়েন্ট ভাগাভাগি করতে দেখে নিশ্চয় খুশি হতে পারেননি ক্লাব প্রেসিডেন্ট। ফেরার পথে পড়লেন গাড়ি দুর্ঘটনায়।
অবশ্য দুর্ঘটনাটা তেমন গুরুতর নয়। ঘটেনি কোনো হতাহতের ঘটনা। রিয়াল প্রেসিডেন্টের গাড়ি দুর্ঘটনাটি ধরা পড়ে টেলিভিশন ক্যামরায়। খবরটি জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।
রিয়ালের গোলশূন্য ড্র দেখে বার্নাব্যু থেকে ফিরছিলেন পেরেজ। ওই সময় গাড়ি ঘোরানোর সময় অন্য গাড়ির সঙ্গে পেছনে ধাক্কা লাগে। ছোট আকারের এই দুর্ঘটনা অবশ্য বন্দী হয়ে যায় টেলিভিশন ক্যামরায়। সেই সুবাদে সম্প্রচারিত হয় টিভিতেও। রিয়ালের ড্রয়ে সন্তুষ্ট হতে পারেনি সমর্থকরাও।
পেরেজকে উদ্দেশ্যে করে তাদের চিৎকার করতেও দেখা যায়। সবারই দাবি, কিলিয়ান এমবাপ্পেকে আনার। উত্তরে রিয়াল প্রেসিডেন্ট জানান, আগামী বছর ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি করবেন।
ভিয়ারিয়ালের বিপক্ষে ড্র করলেও চলতি মৌসুমের লা লিগায় ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল।