Theft: কৈলাসহর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে ধারাবাহিক চুরির ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২৫ সেপ্টেম্বর।। কৈলাসহর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে ধারাবাহিক চুরির ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ শহরের প্রাণকেন্দ্রে তথা খোদ কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় ও আবাসস্থল লাগোয়া এই বিদ্যালয়ে ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ণ৷

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি দাস জানান, ১৮ সেপ্ঢেম্বর থেকে ২২ সেপ্ঢেম্বর ২০২১ পর্যন্ত বিদ্যালয় থেকে ৭টি সিলিং ফ্যান, ৫টি চেয়ার চুরি করে নিয়ে যায় চোরের দল৷ শুধুমাত্র সামগ্রী চুরি করাই নয়, বিদ্যালয়ের একাধিক প্রয়োজনীয় সামগ্রী তছনছ করে যায় চোরের দল৷

বিদ্যালয়ের তরফ থেকে এ ব্যাপারে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করা হয় ২৩ সেপ্ঢেম্বর৷  আশ্চর্যজনক বিষয় হল আজ ২৫শে সেপ্ঢেম্বর বিদ্যালয়ে আসার পর পরিলক্ষিত হয় বিদ্যালয়ের ক্লাস রুম থেকে আরও ৩টি ফ্যান চুরি হয়ে গেছে৷

শুধুমাত্র ২০২১ সালেই নয়, গত বছর লকডাউন চলাকালীন পরিস্থিতিতে বিদ্যালয়ের মিড ডে মিলের বাসনপত্র সহ একাধিক সামগ্রী চুরি হয়েছিল৷ সে ব্যাপারে আজ পর্যন্ত কোন ধরনের সাফল্য পায়নি পুলিশ প্রশাসন৷ ২৩ তারিখ অভিযোগ করার পরও চোরের দল নির্দ্ধিধায় ২৪ তারিখ ফের চুরি করতে সক্ষম হলো একমাত্র পুলিশ প্রশাসনের শীতঘুমের ফলে৷

শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় ও কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় ও আবাসস্থল এর মধ্যে ব্যবধান শুধুমাত্র একটি প্রাচীরের৷ তারপরও চোরের দল নির্দ্ধিদায় একের  পর এক চুরি সংঘটিত করছে৷

ধারাবাহিক চুরির ব্যাপারে বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান অজয় চক্রবর্তী  সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে সম্পূর্ণ বিষয়টি প্রশাসনের নজরে নেওয়া হয়েছে৷ তিনি আশাবাদী প্রশাসন এই চুরি কাণ্ডের খুব  দ্রুত কিনারা করবে৷

বিদ্যালয় পরিচালনা কমিটি তথা বিদ্যালয় এর তরফ থেকে বিদ্যালয়ে নৈশপ্রহরী নিয়োগ করার জন্য একাধিকবার দপ্তরকে জানানোর পরও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ হয়নি৷ এই বিষয়টিও উঠে আসে চেয়ারম্যানের বক্তব্যে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?