Snatched: দিনদুপুরে বাড়ির গেটের সামনে এক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। আগরতলা শহরে ছিনতাইবাজি অব্যাহত৷ শনিবার দিনদুপুরে বাড়ির গেটের সামনে এক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালিয়ে গেল ছিনতাইবাজ৷

ঘটনা এনসিসি থানাধীন ভাটি অভয়নগর শিব মন্দির সংলগ্ণ এলাকায়৷ ছিনতাইবাজের কবলে পড়া মহিলার নাম মঞ্জু দেব৷ উনার অভিযোগ তিনি দুপুরে বের হয়ে একটি কাজে পোস্ট অফিসে গিয়েছিলেন৷

ফেরার পথে তিনি টমটমে এলবার্ট ক্লাব পর্যন্ত আসেন৷ সেখান থেকে পায়ে হেঁটে তার বাড়িতে আসেন৷ রাস্তায় উনার পিছু করছিল একটি বাইকে দুই যুবক৷ বাড়ির সামনে এসে গেট খুলে ভেতরে ঢোকার সময় এক যুবক এসে উনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়৷

কিছু বুঝে উঠার আগেই যুবক উনার গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেইন ছিনতাই করে বাইকে উঠে পালিয়ে যায়৷ ঘটনা প্রত্যক্ষ করে দৌড়ে আসেন প্রতিবেশী এক মহিলা৷ কিন্তু ততক্ষণে ছিনতাইবাজরা বাইক নিয়ে চম্পট দেয়৷ বাইকের নম্বরে কালো কাপড় ছিল বলে কেউ নম্বর নোট করতে পারেননি৷

ঘটনায় এলাকাতে চাঞ্চল্য রয়েছে৷ ক্ষতিগ্রস্ত মহিলা পুলিশে খবর জানান৷ পুলিশ গিয়ে তদন্ত করলেও রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ ছিনতাইবাজদের খোঁজে বের করতে পারেনি৷

ঘটনায় নাগরিক মহলে প্রশ্ণ উঠেছে৷ শহরে এতসব সিসি ক্যামেরা থাকলেও কীভাবে ছিনতাইবাজরা অপরাধ সংগঠিত করে গা ঢাকা দেয় তা নিয়ে প্রশ্ণ তুলেছেন নাগরিকরা৷ এই ঘটনায় পুলিশ ছিনতাইয়ের মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?