Recovery: ভারত- বাংলা সীমান্ত থেকে পাচারকালে বিএসএফ জওয়ানরা গরু আটক করেছে

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৫ সেপ্টেম্বর।। আবারও ভারত-বাংলা সীমান্ত থেকে পাচারকালে প্রহরারত বিএসএফ জওয়ানরা চারটি গরু আটক করে৷ ঘটনা উত্তর জেলার ধর্মনগর মহকুমার বৈঠাংবাড়ি এলাকায়৷

শুক্রবার গভীর রাতে ভারত-বাংলা সীমান্তের বৈঠাংবাড়ি এলাকায় ১৩৯ নং ব্যাটেলিয়নের জওয়ানরা টহলদারি চলাকালীন সময়ে তাদের নজরে আসে পাচারকারীরা গরু পাচার করছে৷ পাচারকারীদের ধাওয়া করলে গরু ফেলে পালিয়ে যায়৷ ঘটনাস্থল থেকে বিএসএফ জওয়ানরা চারটি গরু উদ্ধার করে বৈঠাংবাড়ি বিওপিতে নিয়ে যায়৷

শনিবার দুপুরে বৈঠাংবাড়ি বিওপি’র জওয়ানরা আটককৃত গরু চারটি ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়৷ উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে বৈঠাংবাড়ির বিওপি’র জওয়ানরা পরপর দুই দিন পাচারকারীদের ধাওয়া করে গরু আটক করে৷ ফলে এলাকাবাসী বিএসএফ-এর ভূমিকায় খুশি বলে জানা গেছে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?