স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী দীর্ঘ দিনের সমস্যার সমাধান হয়েছে৷ মিজোরাম থেকে রাজ্যে এসে আশ্রয় নেওয়া ব্রু সম্প্রদায়ের মানুষদের স্থায়ী ভাবে বসবাসের ক্ষেত্রে আন্তরিকতা দেখিয়েছে রাজ্য সরকার৷ ৬টি স্থানে তাদের পুনর্বাসন দেওয়ার কাজ চলছে৷
ইতিমধ্যে ধলাই জেলায় ৫৪৭টি ব্রু পরিবারকে বাড়ি নির্মাণ করে দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে৷ বাকি পরিবারগুলিকে ২০২২ সালের মার্চ মাসের মধ্যে নির্ধারিত স্থানগুলিতে পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে সরকার৷ শনিবার ব্রু পুনর্বাসন নিয়ে মহাকরণের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়৷
এই পর্যালোচনা বৈঠকের পৌরহিত্য করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক৷ মুখ্যসচিবের উপস্থিতিতে সমস্ত জেলা শাসক, বিধায়ক, ব্রু লিডার এবং সরকারি আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন তিনি৷
পুনর্বাসন অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন৷ প্রয়োজনীয় নির্দেশ দেন৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন আধিকারিকেরা৷