অনলাইন ডেস্ক, ২৫ সেপ্টেম্বর।। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের জন্য শ্রীলঙ্কার পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাহেলা জয়াবর্ধনেকে।
বিশ্বকাপের প্রথম রাউন্ড শুরু হবে ১৭ অক্টোবর থেকে। প্রথম রাউন্ডে লঙ্কানদের তিন প্রতিপক্ষ হলো নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও নামিবিয়া। বাছাই রাউন্ডের শীর্ষ দুই দল পরে যোগ দেবে সুপার-১২’তে।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অন্যতম সফল কোচ জয়াবর্ধনে আইপিএলের সংযুক্ত আরব আমিরাত পর্বে মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৪তম আইপিএলের পর্দা নামবে ১৫ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত শ্রীলঙ্কার সাত দিনের জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন জয়াবর্ধনে।
আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের পরামর্শক ও উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন জয়াবর্ধনে। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।