অনলাইন ডেস্ক, ২৫ সেপ্টেম্বর।। শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর শুরু হবে ৪ ডিসেম্বর। ২৩ ডিসেম্বর পর্দা নামবে আসরের।
বৃহস্পতিবার এই ঘোষণা দেয় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এলপিএলের জন্য বিদেশি খেলোয়াড় নিবন্ধন শুরু হয়েছে ২৪ সেপ্টেম্বর থেকে।
এলপিএলের দ্বিতীয় আসর শুরুর কথা ২৯ জুলাই থেকে। কিন্তু বিদেশি খেলোয়াড়দের না পাওয়ায় সূচি পিছিয়ে দেওয়া হয়। তবে সব জটিলতা কাটিয়ে অবশেষে এলপিএল শুরুর ঘোষণা দেয় এসএলসি।
গত বছর এলপিএলের প্রথম আসর আয়োজিত হয় পাঁচ দল নিয়ে। প্রথম আসরে খেলা দলগুলো থেকে বাদ দেওয়া হয়েছে ডাম্বুলা ভাইকিং ও কলম্বো কিংসকে। এলপিএল আয়োজক কমিটির সঙ্গে আর্থিক লেনদেন বিষয়ক ঝামেলা থাকায় এই দুই ফ্র্যাঞ্চাইজিকে বাদ দেওয়া হয়।
একই কারণে বাদ পড়তে পারে আরেক ফ্র্যাঞ্চাইজি প্রথম আসরের চ্যাম্পিয়ন জাফনা স্টালিন্সও। তবে এই তিন দলের পরিবর্তে এখনো নতুন দলের অনুমোদন দেয়নি এলপিএল আয়োজকরা। নতুন তিন দল নেওয়ার প্রক্রিয়া করছে এলপিএলের আয়োজক কমিটি।