Killed: ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রাসে তুষার ঝড়ে পাঁচ পর্বতারোহী মারা গেছেন

অনলাইন ডেস্ক, ২৫ সেপ্টেম্বর।। ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রাসে তুষার ঝড়ে পাঁচ পর্বতারোহী মারা গেছেন। রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় শুক্রবার এ কথা জানায়। খবর এএফপি’র।

বৃহস্পতিবার ১৯ পর্বতারোহীর একটি দল ৫ হাজার মিটার (১৬ হাজার ফুট) উচ্চতায় থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।

৫ হাজার ৬৪২ মিটার (১৮ হাজার ৫১০ ফুট) উচ্চতা সম্পন্ন ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রাস রাশিয়ার উত্তর ককেশাসে অবস্থিত।

মন্ত্রণালয় বলেছে, ‘দুর্ভাগ্যবশত পাঁচজনের মৃত্যু হয়েছে। বাকি ১৪ জনকে নিচে আজাউ উপত্যকায় নিয়ে যাওয়া হয়েছে। ’

প্রবল বাতাস, ঝাপসা দৃশ্যমানতা ও শূন্যের নিচে থাকা তাপমাত্রার মতো পরিস্থিতিতে তাদের উদ্ধার করা হয়েছে।

আয়োজক সংস্থাটি জানায়, পর্বতারোহীদের সঙ্গে চারজন পেশাদার গাইড ছিলেন। আরোহণের সময় একজন আরোহী অসুস্থ বোধ করলে একজন গাইডের সঙ্গে ফিরে যান। পরে ওই আরোহী ‘গাইডের বাহুতে’ মৃত্যুবরণ করে।

বাকিরা চূড়ায় আরোহণ করতে গেলে ‘অনাকাঙ্ক্ষিত ঝড়ের’ কবলে পড়েন। আরোহীদের মধ্যে একজনের এক পা ভেঙে যায়।

দুজন পর্বতারোহী ঠান্ডায় জমে মারা যান। অন্য দুজন সংজ্ঞা হারিয়ে ফেললে তাদের নিচে নামিয়ে আনার সময় মৃত্যু হয়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?