অনলাইন ডেস্ক, ২৫ সেপ্টেম্বর।। আইপিএলের চলতি আসরে শীর্ষস্থানে ফিরেছে চেন্নাই সুপার কিংস। শারজায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৬ রান করে বেঙ্গালুরু। ওপেনিং জুটিতেই ১১১ রান করে তারা।
দুই ওপেনার দেবদূত পাডিক্কালের ৫০ বলে ৭০ ও বিরাট কোহলির ৪১ বলে ৫৩ রানে বড় সংগ্রহের পথে ছুটতে থাকে বেঙ্গালুরু।
কিন্তু পরের চার ওভারে স্কোরবোর্ডে ২৫ রান জমা করতেই শেষ ৫ উইকেট হারায় তারা। এবি ডি ভিলিয়ার্স ১২ ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ১১ রান।
কোহলির দলকে বেশিদূর এগোতে দেননি ডোয়াইন ব্রাভো। ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন এই ক্যারিবিয়ান পেসার। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। এছাড়া ২৯ রান খরচ করে ২ উইকেট নেন শার্দুল ঠাকুর।
১১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায চেন্নাই। দলের হয়ে ২৬ বলে সর্বোচ্চ ৩৮ রান করেছেন ওপেনার রুতুরাজ গাইকওয়াড।
আরেক ওপেনার ফাফ ডু প্লেসিস ২৫ বলে করেন ৩১ রান। ২২ বলে ৩২ রান করেন আম্বাতি রাইডু।
চেন্নাইয়ের হয়ে ২৫ রানে ২ উইকেট নেন হার্শেল প্যাটেল।
এই জয়ে শীর্ষস্থানে ফিরেছে ধোনির দল। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় দুইয়ে নেমে গেছে দিল্লি ক্যাপিটালস। ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বেঙ্গালুরু।
সংক্ষিপ্ত স্কোর
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৫৬/৬ (২০ ওভার): পাডিক্কালা ৭০ (৫০), কোহলি ৫৩ (৪১); ব্রাভো ৩/২৪
চেন্নাই সুপার কিংস: ১৫৭/৪ (১৮.১ ওভার): গাইকওয়াড ৩৮ (২৬), রাইডু ৩২ (২২); প্যাটেল ২/২৫
চেন্নাইয়ের ৬ উইকেটের জয়।