অনলাইন ডেস্ক, ২৫ সেপ্টেম্বর।। লা লিগায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বার্সেলোনার প্রধান কোচ রোনাল্ড কোম্যান। লিগে বার্সার পরের দুই ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন না তিনি।
গত বৃহস্পতিবার কাদিজের বিপক্ষে তাদেরই মাঠে গোলশূন্য ড্র করে বার্সা। সেই ম্যাচের অন্তিম মুহূর্তে লাল কার্ড দেখেন কাতালান জায়ান্টদের ডাচ মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ং।
শিষ্যকে মাঠ ছাড়তে দেখে রাগে ফেটে পড়েন কোম্যান। প্রতিবাদ জানানোয় ডাচ কোচকেও লাল কার্ড দেখান রেফারি। সেই ঘটনার শাস্তি হিসেবে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন কোম্যান।
মূলত বাড়তি এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন তিনি। লাল কার্ড দেখার শাস্তি হিসেবে কোম্যানকে এক ম্যাচ বাইরে থাকতে হতো। কিন্তু এর সঙ্গে স্প্যানিশ ফুটবল ফেডারেশন তার শাস্তি হিসেবে আরও এক ম্যাচ যোগ করেছে। চতুর্থ রেফারির সঙ্গে আক্রমণাত্মক ব্যবহারের কারণে বাড়তি এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন কোম্যান।
লা লিগায় বার্সা পরের দুই ম্যাচ খেলবে লেভান্তে ও অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। সেই দুই ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন না কোচ কোম্যান।