স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। মুখ্যমন্ত্রী তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান এবং তাঁর হাতে স্মারক উপহার হিসেবে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের প্রতিকৃতি তুলে দেন। সাক্ষাৎকারকালে রাজ্যের উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের আলোচনা হয়।
মুখ্যমন্ত্রী আলোচনাকালে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীকে জানান, বর্তমান রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পর ত্রিপুরাকে স্বনির্ভর রাজা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। সেই লক্ষ্যে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, বনজ সম্পদ ইত্যাদি প্রাথমিক ক্ষেত্রগুলিকে উন্নয়ন করার সিদ্ধান্ত গ্রহণ করে কাজ শুরু করে।
রাজ্যে কৃষি, প্রাণী সম্পদ ক্ষেত্রগুলিতে উল্লেখযোগ্য সফলতা এসেছে। আগরকে কেন্দ্র করে রাজ্যের অর্থনীতি উন্নয়নের বড় সুযোগ রয়েছে। রাজ্য সরকার এই ক্ষেত্রের অর্থনৈতিক গুরুত্ব অনুধাবন করে আগর থেকে প্রস্তুত বিভিন্ন সামগ্রী বিক্রির সুযোগ তৈরী করে দিয়েছেন।
এরফলে শুধুমাত্র আগরচাষীদেরই নয় আগামী দিনে ত্রিপুরার অর্থনীতিও সমৃদ্ধ হবে। রাজ্যে আগরকে কেন্দ্র করে অর্থনৈতিক সমৃদ্ধির বিরাট সুযোগ থাকলেও বিগত দিনে তা উপেক্ষিত ছিল।মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিভিন্ন প্রাকৃতিক সম্পদে ভরপুর। রাজ্যের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে শিল্পের উন্নয়নে সরকার প্রচেষ্টা নিয়েছে।
রাজ্যে দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃত্তিম প্রজনন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে স্ত্রী বাছুরের সংখ্যা বৃদ্ধির প্রয়াস নেওয়া হয়েছে। এই কৃত্রিম প্রজনন পদ্ধতি ব্যবহারের ফলে ৯৭ শতাংশ স্ত্রী বাছুর হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই প্রকল্পে সফলতাও এসেছে। রাজ্যে দুধ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দুগ্ধজাত সামগ্রী উৎপাদনেও রাজ্য সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের যোগাযোগ ব্যবস্থা ও ইন্টারনেট ব্যবস্থার অনেক উন্নতমানের হয়েছে। এগুলিকে ভিত্তি করেই আগামী দিনে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য গেটওয়ে হবে। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা একটা সময় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশী উপেক্ষিত ছিল।
বিগত কেন্দ্রীয় সরকার ত্রিপুরার উন্নয়নে তেমন কোন পদক্ষেপ গ্রহণ করেনি। বিভিন্ন বিষয়ে ত্রিপুরার উন্নয়নের সম্ভাবনা থাকলেও বিগত কেন্দ্রীয় সরকারের মানসিকতার কারণে রাজ্য অবহেলিত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের দায়িত্বভার গ্রহণ করার পর উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য বিভিন্ন প্রকল্পের সূচনা করেন। ফলে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ক্রমশ অগ্রগতির পথে এগুচ্ছে। আলোচনাকালে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রাজ্যের উন্নয়নে রাজ্য সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।
বিশেষ করে কোভিড টিকাকরণে রজ্যের অভূতপূর্ব সাফল্য, কৃষিক্ষেত্র, রাবার চাষ, আগরচাষ, আনারস চাষ উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন। এগুলিকে ভিত্তি করেই ত্রিপুরা আগামী দিনে স্বনির্ভর রাজ্যে পরিণত হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিং আশা ব্যক্ত করেন।
সাক্ষাৎকারকালে স্টীল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান সোমা মন্ডল, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে উপস্থিত ছিলেন।