অনলাইন ডেস্ক, ২৫ সেপ্টেম্বর।। ছড়ানোর জায়গা কমে যাওয়া এবং কোভিড প্রতিরোধী জনগোষ্ঠীর মধ্য দিয়ে ছড়াতে হবে বলে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টগুলোর মারণক্ষমতা কমবে।
এমনটাই দাবি করেছেন টিকা প্রস্তুতকারী সংস্থা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার গবেষক ডেম সারাহ গিলবার্ট।
বৃহস্পতিবার ‘রয়্যাল সোসাইটি অফ মেডিসিন’-এর আলোচনা সভায় তাদের গবেষণার বরাত দিয়ে এমন দাবি করেন সারাহ।
তিনি বলেছেন, ‘কোভিড আরও বেশি প্রাণঘাতী হয়ে উঠবে এমন সম্ভাবনা খুব কম। কারণ ভাইরাসের যাওয়ার মতো জায়গা খুব বেশি নেই। ’
এই গবেষক বলেন, ‘ভবিষ্যতে এই ভাইরাস ক্রমশ শক্তি হারিয়ে ফেলবে, কেননা তখন তাকে কোভিড প্রতিরোধী জনগোষ্ঠীর মধ্য দিয়েই ছড়াতে হবে। ’
তিনি বলেন, ‘করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টগুলোর প্রাণঘাতী হয়ে ওঠার ক্ষমতা অনেকটাই কম। ’
সারাহ বলেন, ‘আমরা এখনই মানুষের মাঝে সংক্রমিত হয় এমন চারটি আলাদা করোনাভাইরাসের সঙ্গে বসরাস করছি। কিন্তু সেগুলো নিয়ে আমরা খুব বেশি চিন্তিত হই না। একসময় এই সার্স-সিওভি-২’ও ওইগুলোর একটা হয়ে যাবে। ’
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার গবেষণাগার ‘জেনার ইনস্টিটিউট’-এর প্রধান বলেন, ‘শেষ পর্যন্ত এটি সাধারণ জ্বরের (ফ্লু) ভাইরাসের স্তরেই চলে আসবে। ’