Corona Various: করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টগুলোর মারণক্ষমতা কমবে

অনলাইন ডেস্ক, ২৫ সেপ্টেম্বর।। ছড়ানোর জায়গা কমে যাওয়া এবং কোভিড প্রতিরোধী জনগোষ্ঠীর মধ্য দিয়ে ছড়াতে হবে বলে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টগুলোর মারণক্ষমতা কমবে।

এমনটাই দাবি করেছেন টিকা প্রস্তুতকারী সংস্থা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার গবেষক ডেম সারাহ গিলবার্ট।

বৃহস্পতিবার ‘রয়্যাল সোসাইটি অফ মেডিসিন’-এর আলোচনা সভায় তাদের গবেষণার বরাত দিয়ে এমন দাবি করেন সারাহ।

তিনি বলেছেন, ‘কোভিড আরও বেশি প্রাণঘাতী হয়ে উঠবে এমন সম্ভাবনা খুব কম। কারণ ভাইরাসের যাওয়ার মতো জায়গা খুব বেশি নেই। ’

এই গবেষক বলেন, ‘ভবিষ্যতে এই ভাইরাস ক্রমশ শক্তি হারিয়ে ফেলবে, কেননা তখন তাকে কোভিড প্রতিরোধী জনগোষ্ঠীর মধ্য দিয়েই ছড়াতে হবে। ’

তিনি বলেন, ‘করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টগুলোর প্রাণঘাতী হয়ে ওঠার ক্ষমতা অনেকটাই কম। ’

সারাহ বলেন, ‘আমরা এখনই মানুষের মাঝে সংক্রমিত হয় এমন চারটি আলাদা করোনাভাইরাসের সঙ্গে বসরাস করছি। কিন্তু সেগুলো নিয়ে আমরা খুব বেশি চিন্তিত হই না। একসময় এই সার্স-সিওভি-২’ও ওইগুলোর একটা হয়ে যাবে। ’

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার গবেষণাগার ‘জেনার ইনস্টিটিউট’-এর প্রধান বলেন, ‘শেষ পর্যন্ত এটি সাধারণ জ্বরের (ফ্লু) ভাইরাসের স্তরেই চলে আসবে। ’

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?