অনলাইন ডেস্ক, ২৫ সেপ্টেম্বর।। আসন্ন ঘরোয়া মৌসুমের জন্য ভারতের বারোদা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বিশ্বকাপজয়ী কোচ ডেভ হোয়াটমোর।
শুক্রবার ভারতীয় গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অজিত লেলে।
৬৭ বছর বয়সী হোয়াটমোর দীর্ঘদিন ধরে শীর্ষ ক্রিকেটে প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছেন। ১৯৯৬ সালে তার অধীনে বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা।
এরপর ২০০৩ থেকে ২০০৭ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেন তিনি। তার সময়ে দারুণ উন্নতি হয় টাইগারদের।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ানস ছাড়াও হোয়াটমোর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন পাকিস্তান, জিম্বাবুয়ে ও সিঙ্গাপুরের। বারোদার দায়িত্ব নেওয়ার আগে নেপালের প্রধান কোচ হিসেবে ছিলেন তিনি। গত আগস্টে সেই পদ ছাড়েন এই অজি কোচ।
বারোদার দায়িত্ব নেওয়ার আগে ভারতে প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগেও দায়িত্ব পালন করেছেন হোয়াটমোর। তার অধীনে রঞ্জি ট্রফিতে বড় সাফল্য পেয়েছিল কেরালা।