Children: সুস্থ মা ও সুস্থ শিশুরা হল দেশের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, বললেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৪ সেপ্টেম্বর।। সুস্থ মা ও সুস্থ শিশুরা হলো দেশের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। মায়েরা হলেন শক্তির মূল আধার ও শিশুরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। আজ বিশালগড় টাউন হলে মেগা পোষণ মাস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে এ কথা বলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের নারী শক্তিকে আত্মনির্ভর করে নতুন ভারত গড়ে তোলাই হচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ, স্বাস্থ্য শিবির আয়োজনের মাধ্যমে দেশের প্রতিটি নারী ও শিশুকে নিরোগ এবং সুস্বাস্থ্যের অধিকারী করে তোলার লক্ষ্যেই রাজ্য ও কেন্দ্রের সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দেশের প্রতিটি মা ও শিশুর কল্যাণের লক্ষ্যেই ২০১৮ সালে পোষণ মাস কর্মসূচির শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্মসূচি ছাড়াও মা ও শিশুর কল্যাণে প্রধানমন্ত্রী মাক্র বন্দনা যোজনাও শুরু করা হয়েছে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, মায়েরা সুস্থ থাকলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ থাকবে। সুস্থ মা যেন সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন সেজন্য পোষণ মাস কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে তিনি দেশ ও রাজ্য থেকে শিশু শ্রম দূর করার জন্য সরকারের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সহকারি সভাধিপতি পিন্টু আইচ, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা এল রাঙ্খল, সমাজসেবী অঞ্জন পুরকায়স্থ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপাহীজলা জিলা পরিষদের সামাজিক ন্যায় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শান্তা দাস। স্বাগত ভাষণ রাখেন সিপাহীজলা জেলার সমাজকল্যাণ ও সমাজশিক্ষা আধিকারিক চন্দ্রানী বিশ্বাস।

অনুষ্ঠানে পোষণ মাস কর্মসূচির অঙ্গ হিসেবে পুষ্টিকর খাদ্য তৈরি প্রতিযোগিতায় বিজয়ীদের ও কাজের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সিপাহীজলা জেলার প্রত্যেক ব্লক থেকে একজন অঙ্গনওয়াড়ি কর্মীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?