স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।।
প্রধানমন্ত্রীর নির্দেশে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলির উন্নয়নের সম্ভাবনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
তারই অঙ্গ হিসেবে একদিনের ত্রিপুরা সফরে এসেছেন বলে আজ বিকেলে আগরতলার পোলো ‘টাওয়ার্সে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং। সাংবাদিক সম্মেলনে তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে এই সফরে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি জানান, আজ রাজ্যের ভোক্তাদের এক আউট রীচ অনুষ্ঠানে তাদের বিভিন্ন সমস্যার কথা তিনি শোনেছেন।
রাজ্যে ইস্পাতের চাহিদা থাকলেও এখানে কোনও ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট নেই। ত্রিপুরায় বহির্রাজ্য থেকে ইস্পাত আনা খুবই ব্যয়সাধ্য। আগরতলা-আখাউড়া রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে কলকাতার সাথে যোগাযোগ সহজ হয়ে যাবে। আবার সাব্রুম হয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা চালু হলেও ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের জন্য এক গেটওয়েতে পরিণত হবে।
সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী ত্রিপুরায় বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন হচ্ছে সে বিষয়েও সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় ত্রিপুরায় কোভিড টিকাকরণে ৯৫ শতাংশ সাফল্য এসেছে। রাজ্যের দরিদ্র জনগণের জন্য প্রায় ১ লক্ষ ৫৯ হাজার প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ নির্মাণ করা হবে।
কৃষি ক্ষেত্রে বিশেষ করে আনারস, কাঁঠাল, আঁদা রপ্তানি ইত্যাদিতে রাজ্যের সাফল্যের প্রশংসা করে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী গণবণ্টন ব্যবস্থা, রাবার চাষ, মৎস্য, প্রাণী সম্পদ ইত্যাদি ক্ষেত্রেও রাজ্যের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, এসব ক্ষেত্রে মানুষের আয়ের সুযোগ সৃষ্টি হয়। রাজ্যে ইতিমধ্যে এ সমস্ত ক্ষেত্রে স্বরোজগারের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জাতীয় সড়ক, বিদ্যুৎ, জল জীবন মিশনে মানুষের জন্য ট্যাপের মাধ্যমে জলের সংযোগ প্রদানের ক্ষেত্রেও রাজ্যে প্রভূত সাফল্য এসেছে তাই উন্নয়ন সূচকেও রাজ্য ভালো স্থানে রয়েছে বলে জানান কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং।
সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্টিল অথরিটি অব ইন্ডিয়ার (সেইল) চেয়ারম্যান সোমা মন্ডল, এমএসটিসি-র সিএমডি এস কে গুপ্তা, ইস্পাত মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি পুনীত কনসল এবং মুখ্যমন্ত্রীর প্রধান সচিব জে কে সিনহা।