Meeting: সন্ত্রাসবাদ, আফগানিস্তান, ইন্দো- প্যাসিফিক, নিয়ে কথা হল মোদি ও কমলা হ্যারিসের বৈঠকে

অনলাইন ডেস্ক, ২৪ সেপ্টেম্বর।। প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের দেখা হলো। হোয়াইট হাউসে বৃহস্পতিবার তারা এক ঘণ্টা ধরে বৈঠক করেন।

ওই বৈঠকে ভারত-মার্কিন সম্পর্ক ছাড়াও সন্ত্রাসবাদ, আফগানিস্তান, ইন্দো-প্যাসিফিক, গণতন্ত্রের বিপদের মতো বিষয়গুলো নিয়ে কথা হয়।

একাধিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে ডয়েচ ভেলে এক প্রতিবেদনে জানায়, মোদির সঙ্গে কমলা একমত যে, ভারত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার।

তার মতে, পাকিস্তানের উচিত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো ভারত ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা যাতে বিঘ্নিত না করতে পারে, সেটা পাকিস্তানকে দেখতে হবে।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, কমলা হ্যারিস মনে করেন, ‘পাকিস্তান সন্ত্রাসবাদী গোষ্ঠীকে মদদ দিচ্ছে কি না, তার ওপর কড়া নজর রাখা দরকার। ’

আরও বলেন, ‘সন্ত্রাসবাদের প্রসঙ্গ যখন আসে, তখন কমলা প্যারিস নিজে থেকেই পাকিস্তানের প্রসঙ্গ টেনে আনেন। তিনি এই বিষয়ে একমত হন যে, পাকিস্তান থেকে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো কাজ করছে। তিনি বলেন, পাকিস্তানকে এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ’

গত জুনে কমলা প্যারিসের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মোদি। সেই প্রসঙ্গ তুলে শ্রিংলা বলেছেন, কমলা হ্যারিস বিশ্বের অনেক মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছেন। মোদি জানিয়েছেন, হ্যারিস প্রকৃত বন্ধুর মতো এবং পরিবারের একজনের মতোই কথা বলেন।

বাইডেনের সঙ্গেও বৈঠক করবেন মোদি। তিনি কোয়াড শীর্ষ বৈঠকে অংশ নেবেন এবং জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?