অনলাইন ডেস্ক, ২৪ সেপ্টেম্বর।। নির্বাসিত কাতালান বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লেস পুজেমন আটক হয়েছেন ইতালিতে। তার বিরুদ্ধ স্পেনের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
২০১৭ সালে কাতালোনিয়ার স্বাধীনতার জন্য গণভোটের আয়োজন করেন তিনি। যা অবৈধ বলে রায় দেয় আদালত। এরপর পুজেমনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে স্পেন।
ওই সময় ভোটে কাতালোনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। তবে স্পেন সরকারের গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে পালিয়ে যান বেলজিয়ামে। সেখানেই বাস করছিলেন পুজেমন এবং ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন।
পুজেমনকে আটক হয়েছেন ইতালির শহর সারদিনিয়ার আলঘেরো বিমানবন্দর থেকে। তাকে আটকের জন্য ঘণ্টাখানেক আগে সেখানে অপেক্ষারত ছিল পুলিশ। খবর বিবিসির।
পুজেমনের আইনজীবী জানিয়েছেন, এক কাতালান ফোকলোর উৎসবে যোগদানের জন্য ভূমধ্যসাগর দ্বীপটির সফরে যাচ্ছিলেন তিনি।
পুজেমনকে স্পেনের হাতে প্রত্যর্পণ করা হবে নাকি মুক্তি দেওয়া হবে তা সিদ্ধান্ত নেবেন সারদিনিয়ার বিচারক।
২০১৭ সালের গণভোট স্পেনকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছিল। স্বায়ত্তশাসন থেকে বেরিয়ে স্বাধীনতার ঘোষণা দেয়ে কাতালান। কিন্তু মাদ্রিদ তাদের শাসন চাপিয়ে দেয়।