Visiting: সব মন্ত্রীকে সমস্ত জেলায় ঘুরে মানুষের সুবিধা অসুবিধার কথা শুনার জন্য বলা হয়েছে

স্টাফ রিপোর্টার, জোলাইবাড়ি, ২২ সেপ্টেম্বর।। রাজ্য মন্ত্রিসভায় স্থান পেয়ে প্রথম বারের মতো দক্ষিণ জেলা সফরে আসেন মন্ত্রী রাম প্রসাদ পাল৷ বুধবার সকালে পিলাক লজে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী স্কুল অব এডুকেশনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন তিনি৷

ভাষণে মন্ত্রী বলেন, মন্ত্রিসভায় সব মন্ত্রীকে রাজ্যের সমস্ত জেলায় ঘুরে মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা শুনার জন্য বলা হয়েছে৷ সে মোতাবেক এই প্রথম দক্ষিণ জেলা সফর৷

তিনি জানান দক্ষিণ জেলা সফর রক্তদানের মত খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানের মাধ্যমে শুরু করা হয়েছে৷ রক্তদানের মত একটি গুরুত্বপূর্ণ সামাজিক কাজ হাতে নেওয়ার জন্য তিনি উদ্যোক্তাদের প্রশংসা ও করেন৷ মন্ত্রী আরও বলেন রাজনীতিও একধরনের সমাজ সেবা৷ রাজনীতিতে সফল হতে গেলে এই সকল সমাজসেবামূলক কাজ করতে হবে৷

রাজনীতিতে হিংসার কোনো জায়গা নেই৷ ভাষণের ফাঁকে মন্ত্রী নিজের ছোট বেলার সহপাঠী, বর্তমান জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক অমিতাভ চক্রবর্তীকে সকলের সাথে পরিচয় করিয়ে দেন এবং নিজের পুরনো কথা তুলে ধরেন৷

সুকল অব এডুকেশনের এক প্রতিষ্ঠাতা পল্লব ভৌমিক জানান ২০১৬ সালে অল্প সংখ্যক ছাত্র ছাত্রীদের নিয়ে এর পথচলা শুরু হয়েছে৷ বর্তমানে এই সংস্থার সাথে ৭০০ জনের বেশি ছাত্র ছাত্রী যুক্ত আছে৷ তারা প্রত্যেকে বৎসরে কোনো না কোনো সমাজ সেবা মূলক কাজ করে থাকেন৷

বুধবার রক্তদান শিবিরে ৫৭ জন রক্ত দান করেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক শংকর রায়, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রবি নমঃ এ সহ সভাপতি তাপস দত্ত, বি, সি’র চেয়ারম্যান অশোক মগ সহ অন্যান্যরা৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?