Self-Reliant: রাজ্যের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলার প্রয়াস নেওয়া হয়েছে, জানালেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে বাস্তবায়িত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার প্রয়াস নিয়েছেন।

এই লক্ষ্যে রাজ্যের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলার প্রয়াস নেওয়া হয়েছে। আজ রাণীরবাজার গীতাঞ্জলি টাউন হলে রাণীরবাজার পুরপরিষদের উদ্যোগে আয়োজিত মেগা ঋণ মঞ্জুরিপত্র প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী একথাগুলি বলেন।

তিনি বলেন, ছোট ছোট শিল্প, ব্যবসা, কৃষি ও কৃষি সংশ্লিষ্ট পণ্য সামগ্রী উৎপাদনের মধ্য দিয়ে পরিবারগুলিকে স্বনির্ভর করে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছে তাকে যথাযথভাবে বাস্তবায়িত করতে হবে। আজ এখানে বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে রাণীরবাজার পুরপরিষদ এলাকায় ৪২টি মহিলা স্বসহায়ক দল ও বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে ঋণের মঞ্জুরিপত্র তুলে দেওয়া হয়। তিনি বলেন, কোভিড-১৯ অতিমারীর কারণে রাজ্যে বিগত ২ বছরে উন্নয়ন কর্মসূচি সেভাবে রূপায়ণ করা যায়নি।

কোভিড অতিমারীর সময়ে দেশের সরকার মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, রাজ্য সরকার প্রাণীপালন, কৃষি, উদ্যান ও মৎস্যচাষের মাধ্যমে মানুষকে স্বনির্ভর করে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার মহিলা স্বশক্তিকরণে মহিলা স্বসহায়ক দল গঠনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি সমাজসেবী প্রবীর কুমার দাস বলেন, আজ রাণীরবাজার পুরপরিষদ এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের মাধ্যমে ৪২টি স্বসহায়ক দলকে ৫১ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ দেওয়া হচ্ছে। এছাড়া ত্রিপুরা নাগরিক জীবিকা মিশনের দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ও জাতীয় নাগরিক জীবিকা মিশনের সহায়তায় ১৮ জনকে বিভিন্ন স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পে ৩৭ লক্ষ টাকা ঋণ দেওয়া হচ্ছে।

১৫টি স্বসহায়ক দলের সদস্যকে ১০ হাজার টাকা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ১টি এলাকাভিত্তিক ফেডারেশনকে ৫০ হাজার টাকা ঋণ দেওয়া হচ্ছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি প্রকল্পেও ৪৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের মাধ্যমে ৪ লক্ষ ৭০ হাজার টাকা ঋণের মঞ্জুরিপত্র দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, পুরপরিষদের প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর সাহা, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, পুরপরিষদের উপমুখ্য কার্যনির্বাহী আধিকারিক শান্তনু দত্ত, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার মনোজ ভৌমিক ও রাণীরবাজার শাখার ম্যানেজার রোসি রাখল এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের রাণীরবাজার শাখার ম্যানেজার সৌম্যজিৎ ভট্টাচার্য।

স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক জীবনকৃষ্ণ আচার্য। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী স্বসহায়ক দলগুলির হাতে ঋণের মঞ্জুরিপত্র তুলে দেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?