স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আটোয়াল আজ সরকারি অতিথি নিবাসে তপশিলি জাতি কল্যাণ, ওবিসি কল্যাণ ইত্যাদি দপ্তরের কাজকর্ম পর্যালোচনা করেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।
পর্যালোচনা সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তার নির্দেশেই বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীরা ত্রিপুরা সহ এই অঞ্চলের বিভিন্ন রাজ্য সফরে আসছেন। ত্রিপুরার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
রাজ্য সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করা হচ্ছে। বৈঠকে জানানো হয়, রাজ্যে ২০১৯-২০ সালে ১৭,৮৫০ জন ছাত্রছাত্রীকে পোস্টমেট্রিক স্কলারশিপ এবং ১৪,৭৫১ জন ছাত্রছাত্রীকে প্রিমেট্রিক স্কলারশিপ দেওয়া হয়েছে। ওবিসিভুক্ত ছাত্রছাত্রীদের মধ্যে ১২,৪৯১ জন ছাত্রছাত্রী পোস্ট মেট্রিক স্কলারশিপ পেয়েছেন।
বৈঠকে জানানো হয়, রাজ্যে ৭,৮৫১ জন সাফাই কর্মচারী রয়েছেন। তাদের জন্য রাজ্যে কমিশন গঠন করা হয়েছে। তাদের মধ্যে কতজন গৃহহীন, ভূমিহীন রয়েছেন তার তথ্য সংগ্রহ করা হচ্ছে।
বৈঠকে তপশিলী জাতি কল্যাণমন্ত্রী ভগবানচন্দ্র দাস, বিধায়ক ডা. দিলীপ দাস, রাজ্য সরকারের প্রধান সচিব এল টি ডার্লং প্রধান সচিব শ্রীরাম তরণীকান্তি, ওবিসি কল্যাণ দপ্তরের সচিব তাপস রায়, তপশিলী জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সন্তোষ চন্দ্র দাস, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা, পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা দেবানন্দ রিয়াং, ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তা কুন্তল দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।