স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। বামুটিয়া ব্লক এলাকার ১৫টি গ্রাম পঞ্চায়েতের ১১টি শ্মশান সংস্কার করা এবং স্নানাগার নির্মাণের মিশন মুড কর্মসূচির শিলান্যাস করেন বামুটিয়ার বিধায়ক কৃষ্ণধন দাস৷
বুধবার পূর্ব গান্ধিগ্রাম এলাকায় তিনি শ্মশানঘাটে স্নানাগার নির্মাণের শিলান্যাস করেন৷ একই সাথে বামুটিয়া ব্লক চেয়ারপার্সন শিলা দাস সেন এবং অন্যান্য জনপ্রতিনিধিরা বিভিন্ন স্থানে শ্মশানঘাটে সংস্কার ও স্নানাগার নির্মাণের কাজের সূচনা করেন৷
এদিন শিলান্যাস করে বিধায়ক কৃষ্ণধন দাস বলেন, বামুটিয়া ব্লক এলাকায় যে সমস্ত শ্মশানঘাটে সমস্যা রয়েছে সে সমস্যাগুলো নিরসন করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷
কোন শ্মশানের নির্মাণ করা হবে পাকা চুল্লি, আবার কোথাও স্নানাগার অন্য কোথাও জলের সমস্যা সমাধান করা হবে৷ অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই সমস্ত কাজগুলো সম্পন্ন করা হবে বলে জানান বিধায়ক।