LPG Connection: চড়িলাম বিধানসভার ৮০০ মহিলাকে উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস সংযোগ

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২২ সেপ্টেম্বর।। চড়িলাম বিধানসভার ৮০০ মহিলাকে উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস সংযোগ এবং সামগ্রী প্রদান করা হয়৷

মোট সাড়ে তিন হাজার মহিলা গ্যাসের জন্য আবেদন করেছিলেন৷ বাকি ২৭০০ মহিলাকে উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস দেওয়ার প্রক্রিয়া চলছে৷ বুধবার চড়িলাম পঞ্চায়েতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্যাস বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে৷

এদিন একশো মহিলার হাতে গ্যাস সামগ্রী তুলে দেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ উপস্থিত ছিলেন ডক্টর সেলের চেয়ারম্যান ডা. তমজিৎ নাথ, বিজেপির চড়িলাম মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ, গ্যাস এজেন্সির কর্ণধার শংকর দেবনাথ৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা ভাষণে বলেন, লাকড়ি চুলায় রান্নার যন্ত্রণার কথা, লাকড়ি চুলায় রান্নায় মহিলাদের স্বাস্থ্যের ক্ষতির কথা  স্বাধীনতার ৭০ বছর পর যে মানুষটি ভেবেছেন তার নাম নরেন্দ্র মোদি৷

এই মহান নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিন দেশের প্রতিটি কোণায় পালিত হচ্ছে৷ দেশের গরিব, কৃষক, শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করছেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর নির্দেশ মহিলাদের গ্যাস দেওয়া হচ্ছে৷

গ্যাস সংযোগের পাশাপাশি গ্যাসের চুলা, সিলিন্ডার, রেগুলেটর সব মিলিয়ে পাঁচ হাজার টাকার সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়েছে৷ ত্রিপুরায় সব মহিলা গ্যাস পাবে৷ বিজেপি সরকার রাজনীতির রঙ দেখে বেনিফিসিয়ারি নির্বাচন করে না৷ বিগত সরকার মহিলাদের কল্যাণে কোন কাজ করেনি৷

গণতান্ত্রিক নারী সমিতির চাঁদা দিতে হয়েছে৷ মিছিলে হাঁটতে হয়েছে৷ কিন্তু মহিলাদের সশক্তিকরণের কোন উদ্যোগ ছিল না বলে তিনি উল্লেখ করেন৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?