স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ২৩ সেপ্টেম্বর।। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের সদর কার্যালয় ঘুমুলুঙে আজ বরক প্যারামেডিকেল ইনস্টিটিউশন এন্ড টেকনোলজির আনুষ্ঠানিক দ্বারোদঘাটন করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আটোয়াল। এই উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া, এডিসির স্বাস্থ্য ও প্রাণী সম্পদ দপ্তরের নির্বাহী সদস্য কমল কলই, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ড. অলক ভট্টাচার্য, বরক প্যারামেডিকেল ইনস্টিটিউশন এন্ড টেকনোলজির অধ্যক্ষ জিতেন দেববর্মা সহ অন্যান্যগণ।
অনুষ্ঠানের শুরুতেই কেন্দ্রীয় মন্ত্রী সহ অন্যান্য অতিথিদের বরণ করে নেয় ছাত্রছাত্রীরা। প্যারামেডিকেল ইনস্টিটিউশনের উদ্বোধন করে কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী রামদাস আটোয়াল নবগঠিত এই কলেজের উন্নতি ও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন।
এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারায় তিনি সন্তোষ ব্যক্ত করেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, শিক্ষা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই শিক্ষাকে কেন্দ্রীয় সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে। এই প্রসঙ্গে তিনি সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরের কথাও তুলে ধরেন।
সেই সাথে এই কলেজের সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সবধরণের সহযোগিতার আশ্বাস দেন।উল্লেখ্য, গত শিক্ষাবর্ষ থেকে এই কলেজে পঠনপাঠন শুরু হয়েছে। বর্তমানে কলেজটিতে ছাত্রছাত্রীর সংখ্যা ১৬ জন। ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন ১২ জন। মোট ৭টি কোর্সে পাঠদানের ব্যবস্থা রয়েছে কলেজে।
এরমধ্যে রয়েছে বি এস সি এম এল টি (মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি), বি এস সি আর আই টি (মেডিকেল রেডিওগ্রাফি এন্ড ইমাজিং টেকনোলজি), এ এন এম (অক্সিলিয়ারি নার্সিং এন্ড মিডিওয়াইফারি), বি এস সি অপটোমেট্রি, বি বি এ হসপিটাল ম্যানেজমেন্ট, বি পি টি (ব্যাচেলর ইন ফিজিওথেরাপি) এবং বিএসসি (কার্ডিয়াক কেয়ার এন্ড ডায়ালাইসিস কেয়ার)।