Facilities: প্রকল্পের সুযোগ রাজ্যের অন্তিম মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, দাবি তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চাইছেন ত্রিপুরা একটি আত্মনির্ভর রাজ্য হিসেবে গড়ে উঠুক। আত্মনির্ভর রাজ্য গড়ে তুলতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ রাজ্যের অন্তিম মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

রাজ্যের বেকারদের কিভাবে আত্মনির্ভর করা যায়, কিভাবে তারা পরিবার পরিজনদের নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তার জন্য রাজ্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজ জিরানীয়া অগ্নিবীনা হলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় (নগর) ঘর প্রাপকদের মধ্যে গৃহ নির্মাণে মঞ্জুরীপত্র প্রদান ও ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের অন্তর্গত বিভিন্ন স্বসহায়ক দলগুলিকে ঋণ মঞ্জুরীপত্র প্রদান অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, স্বসহায়ক দলগুলিকে ব্যাঙ্কের মাধ্যমে ঋণ প্রদান করা হচ্ছে। যাতে তারা নিজেদের উপার্জনের মাধ্যমে আত্মনির্ভর হতে পারেন।

প্রসঙ্গক্রমে তিনি বলেন, জল জীবন মিশন প্রকল্পে আগামী ১ বছরের মধ্যে ত্রিপুরার প্রতিটি পরিবারে পানীয় জলের সুযোগ পৌঁছে দেওয়া হবে। এ জন্য মিশন মুডে কাজ চলছে। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এবং অন্যান্য অতথিগণ জিরানীয়া নগর পঞ্চায়েত এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা ঘর পেয়েছেন তাদের হাতে গৃহ নির্মাণের অনুমতিপত্র তুলে দেন।

নগর পঞ্চায়েত এলাকায় ঘর পেয়েছেন ১৬৭ জন। স্বচ্ছভারত মিশন প্রকল্পে জিরানীয়া নগর পঞ্চায়েত এলাকায় যারা বাড়ি বাড়ি গিয়ে স্বচ্ছভারতের সেবা প্রদান করেন তাদের মধ্যে ট্রাইসাইকেল এবং ই-রিক্সা তুলে দেন অতিথিগণ।

অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আনুষ্ঠানিকভাবে নগর পঞ্চায়েতের ১১নং ওয়ার্ডের একজন ঘর প্রাপকের ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিরানী।

পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রতীম দেবনাথ, প্রাক্তন ভাইস চেয়ারম্যান রীতা দাস, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, শ্যামল দেবনাথ, রতন দাস প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?