স্টাফ রিপোর্টার, বক্সনগর, ২২ সেপ্টেম্বর।। গাঁজা চাষিরা ব্যাপক হারে গাঁজা চাষ করছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে৷ তার মধ্যে উল্লেখযোগ্য স্থান হল বক্সনগর এলাকা৷ এখানকার অধিকাংশ বন বিভাগের জায়গা ইতিমধ্যেই দখল করে নিয়ে গাঁজা চাষিরা গাঁজা চাষ করে চলেছে৷
অন্যান্য বছরের তুলনায় এই বছর গাঁজা চাষের পরিধি অনেকটা বেড়ে গেছে৷ কলমচৌড়া থানার পুলিশ এবার ধারাবাহিকভাবে গত প্রায় এক মাস যাবৎ গাঁজা গাছ নিধন করার কাজে নেমেছে৷
এই ধারাবাহিক অভিযানের অঙ্গ হিসেবে বুধবার সকাল ১১টায় দক্ষিণ কলমচৌড়া যায় কলমচৌড়া থানার পুলিশ৷ অভিযানের নেতৃত্ব দেন ওসি বিষ্ণুপদ ভৌমিক৷ বিশাল পুলিশ বাহিনীর সাথে টিএসআর জওয়ানরাও অভিযানে অংশগ্রহণ করে৷
টানা তিন ঘণ্টার অভিযানে ৮ হাজার গাঁজা গাছ নিধন করেছে পুলিশ৷ দক্ষিণ কলমচৌড়াস্থিত বন বিভাগের জায়গায় এই গাঁজা রোপণ করেছিল গাঁজা চাষিরা৷
পুলিশের এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলতে থাকবে বলে জানাায় ওসি বিষ্ণুপদ ভৌমিক৷ এখন দেখার এই ব্যাপারে গাঁজা চাষিরা কি ভূমিকা গ্রহণ করে৷