স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। রাজ্যে করোনায় মৃত্যু হল আরো এক জনের৷ নতুন করে সংক্রমিত হল আরো ৫১ জন৷
এর মধ্যে পশ্চিম জেলায় ১৭ জন, সিপাহীজলা জেলায় ৩ জন, খোয়াই জেলায় কেউ আক্রান্ত হয় নি, গোমতি জেলায় ২০ জন, দক্ষিণ জেলায় ২ জন, ধলাই জেলায় ২ জন, ঊনকোটি জেলাতেও কেউ আক্রান্ত হয় নি, উত্তর জেলায় আক্রান্ত ৭ জন৷ নমুনা পরীক্ষা হয় ৫, ১৪৩ জনের৷ সক্রিয় রোগীর সংখ্যা ৩২১ জন৷ সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ৷
পূজার মরশুমে সকলকে সচেতন থাকা বাধ্যতামূলক৷ প্রশাসনের সচেতন মূলক অভিযান আরো বৃদ্ধি করার দাবি উঠছে সচেতন মহল থেকে৷