স্টাফ রিপোর্টার, চুড়াইবাড়ি, ২২ সেপ্টেম্বর।। ত্রিপুরার এতোগুলি থানার নাকের ডগা দিয়ে প্রায় অর্ধকোটি টাকার শুকনো গাঁজা এলো৷ আটক করলো আসাম চুরাইবাড়ি থানার পুলিশ৷ ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ণ৷
জানা গেছে, বুধবার বিকাল পাঁচটা নাগাদ আগরতলা থেকে আসা এনএল০১এডি-৮৭৫০ নম্বরের একটি কন্টেইনার গাড়ি আসাম চুরাইবাড়ি গেটে প্রবেশ করতেই পুলিশ আটক করে৷
গোপন সূত্রের খবরের ভিত্তিতে তিন দিন ধরে পুলিশ অপেক্ষা করলেও বুধবার বিকাল নাগাদ গাড়িটি আসাম গেটে প্রবেশ করতেই আটক করা হয়৷ গাড়িতে তল্লাশি করে ৪২৫ কেজি গাঁজা সহ লরি চালককে আটক করা হয়েছে৷
যার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানান ডিএসপি৷ ধৃত চালকের নাম সুনীল খাগরে (৬০)৷ তার বাড়ি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায়৷ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় আগরতলা থেকে আসামে গাঁজাগুলি নিয়ে যাচ্ছিল৷
এছাড়া আরও চাঞ্চল্যকর তথ্য সে পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, তাকে নাকি নেশাজাতীয় দ্রব্য নাকে শুকিয়ে তিন দিন অজ্ঞান করে রাখে গাঁজা কারবারিরা৷ তাই এই বিষয়ে সে আর কিছুই জানে না৷ পুলিশ ধৃত চালকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করছে৷
এদিকে, আগরতলা থেকে ত্রিপুরার চুরাইবাড়ি অবধি জাতীয় সড়কের উপর অবস্থিত সবকটি থানা সেই গাঁজা বোঝাই লরির হদিশই পায়নি৷ কি করে রাজ্যের এতগুলি থানা পেরিয়ে গাড়িটি নিরাপদে আসামে প্রবেশ করেছে তা নিয়েই প্রশ্ণ উঠেছে৷