Attempt: রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরোধীদের দূরে সরিয়ে রাখতে অপপ্রয়াস চলছে রাজ্যে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। রাজ্যে শাসকদল, বিরোধীদের কোন ধরনের কাজ করতে দিচ্ছে না৷ কিন্তু নিজেরা প্রতিদিন কর্মসূচি করে চলেছে৷ গত ৮ সেপ্ঢেম্বর আগরতলা শহরে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করে ১৪৪ ধারা জারি করেছে গত মঙ্গলবার থেকে৷

শাসক দলের অতীত অভিজ্ঞতা থেকে ধারণা করা হচ্ছে সারা রাজ্যে তারা এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করবে৷ আগামী দিনে পশ্চিম জেলার মতো রাজ্যের অন্যান্য জেলাতে ১৪৪ ধারা জারি থাকবে৷

যাতে বিরোধীরা কোন ধরনের কর্মসূচি না করতে পারে৷ শাসক দলের এ ধরনের মানসিকতার জন্য বুধবার আমার বাঙালি রাজ্য কার্য্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তীব্র নিন্দা জানায় আমরা বাঙালি রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল৷ তিনি আরো বলেন, বর্তমানে ত্রিপুরা রাজ্যে একটি অগণতান্ত্রিক পরিস্থিতি চলছে৷

এর প্রমাণ হলো শাসকদল প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি করছে৷ কিন্তু বিরোধীদের প্রায় প্রতিটি রাজনৈতিক কর্মসূচির উপর প্রশাসনিকভাবে বাধা সৃষ্টি করছে৷ মামলার মাধ্যমে বানচাল করছে বিরোধী দলের কর্মসূচি৷

বিষয়টির আইনগত বৈধতা দেবার জন্য শাসকদলের ইঙ্গিতে কোভিড অজুহাত দেখিয়ে গত মঙ্গলবার থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলার রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে৷ পাশাপাশি গণতন্ত্রের বাকস্বাধীনতা মানুষের মৌলিক অধিকারগুলি কেড়ে নিচ্ছে৷

প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরোধীদের দূরে সরিয়ে রাখতে যে অপপ্রয়াস, তা গণতন্ত্র প্রিয় মানুষ কোনভাবেই মেনে নেবে না বলে জানান তিনি৷

পাশাপাশি তিনি আরো বলেন, আমরা বাঙালি দলের পক্ষ থেকে আগামী ২৭ সেপ্ঢেম্বর কর্ষক বিরোধী আইন বাতিলের দাবিতে যে ভারত বন্ধ ডাকা হয়েছে তার সমর্থন জানাবে আমরা বাঙালি৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?