Review: জেলাভিত্তিক ক্রীড়া উন্নয়ন বিষয়ক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিলোনীয়ায়

স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ২১ সেপ্টেম্বর।। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সভাপতিত্বে আজ বিলোনীয়ার পুরাতন টাউনহলে জেলাভিত্তিক ক্রীড়া উন্নয়ন বিষয়ক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর রায়, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা, সারুম, বিলোনীয়া ও শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসকগণ, যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের আধিকারিকগণ, ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ, জেলার ক্রীড়া ব্যক্তিত্বগণ, বিভিন্ন ক্লাবের প্রতিনিধিগণ এবং ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সচিব পাইমং মগ।

পর্যালোচনা সভায় যুববিষয়ক ও ক্রীড়ামন্ত্রী বলেন, ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে দপ্তরের কর্মী ও ক্রীড়াপ্রেমীদের এগিয়ে আসতে হবে।

তিনি জেলার ক্রীড়ার মানোন্নয়নে এবং ক্রীড়ার পরিকাঠামোগত উন্নয়নে দপ্তরের আধিকারিক ও মহকুমাশাসকদের বিভিন্ন পরামর্শ দেন। যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধূলা ও শরীরচর্চায় বেশী করে উৎসাহিত করতে হবে।

তিনি বলেন, খেলাধূলা ও শরীরচর্চায় বিদ্যালয়স্তরে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে যাতে করে ছাত্রছাত্রীরা বেশী করে একাজে যুক্ত হতে পারে। রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় ২-৩টি করে ওপেনজিম তৈরি করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। খেলো ইন্ডিয়া প্রকল্পে রাজ্যে চারটি ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নের কাজ চলছে। তাতে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে।

ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে ও যুবসমাজকে ক্রীড়াক্ষেত্রে উদ্বুদ্ধ করে নেশামুক্ত সমাজ গড়ার কাজে দপ্তরকে দায়িত্ব নিতে হবে। সভায় তিনি জেলার ক্লাবগুলিকে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে মহকুমাভিত্তিক ফুটবল প্রতিযোগিতা আয়োজন করার পরামর্শ দেন।

পর্যালোচনা সভায় তিনি উপস্থিত ক্রীড়াব্যক্তিত্ব ও ক্লাব প্রতিনিধিদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?