অনলাইন ডেস্ক, ২০ সেপ্টেম্বর।। আফগানিস্তান থেকে আসা প্রায় তিন টন হেরোইন জব্দ করা হয়েছে ভারতে। ভারতীয় মুদ্রায় যার বাজার মূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের গুজরাটের মুন্দ্রা বন্দরে এই হেরোইন আটক করা হয়। বন্দরটি পরিচালনা করে আদানি গ্রুপ।
ভারতীয় গোয়েন্দা বিভাগের (ডিআরআই) কর্মকর্তারা জানায়, মুন্দ্রা বন্দরে দু’টি কন্টেইনার এসেছিল। কন্টেইনার দু’টি পাউডার দিয়ে চিহ্নিত করা ছিল। কেন চিহ্নিত করা তা নিয়ে সন্দেহ হয় ডিআরআই-এর কর্মকর্তাদের। তখনই তারা কন্টেনার দু’টি আটক করেন।
একটি কন্টেইনারে ভরা রয়েছে দু’হাজার কেজি মাদক। অন্যটিতে এক হাজার কেজি। ওই মাদক আফগানিস্তানের। সেগুলো ইরান থেকে কন্টেইনারবন্দি করে জাহাজে তোলা হয়।
ডিআরআই জানিয়েছে, যে পরিমাণ মাদক ধরা পড়েছে ভারতীয় মুদ্রায় তার বর্তমান বাজারমূল্য ১৯ হাজার ৯০০ কোটি টাকা।
গুজরাটে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ার পরই আহমেদাবাদ, দিল্লি, চেন্নাই, গাঁধীধাম এবং মাণ্ডবীতে তল্লাশি চালাচ্ছেন ডিআরআই-এর কর্মকর্তারা। এই বিপুল পরিমাণ মাদক কোথায় পাচার হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে ডিআরআই।
বিশ্বের সবচেয়ে বড় হেরোইন উৎপাদক দেশ আফগানিস্তান। বিশ্বের মোট উৎপাদনের ৮০-৯০ শতাংশ এই দেশ থেকেই ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়।