অনলাইন ডেস্ক, ২২ সেপ্টেম্বর।। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে গুঁড়িয়ে রেকর্ড গড়া এক জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। সোমবার আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতেই মাত্র ৯২ রানে অলআউট হয়ে যায় বেঙ্গালুরু। জবাবে ১০ ওভার হাতে রেখে ৯ উইকেটের বড় জয় নিশ্চিত করে কলকাতা।
বল বাকি থাকার হিসেবে আইপিএল ইতিহাসে কলকাতার সবচেয়ে বড় জয় এটি। দারুণ এই জয়ে রানরেটের দিকে অনেকটাই উন্নতি করতে সক্ষম হলো দলটি।
বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলির টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত বুমেরাং হয়। বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেলদের আগুনে বোলিংয়ে দাঁড়াতে পারেনি তার দলের ব্যাটাররা।
বরুণ ও রাসেল সর্বাধিক ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নিয়েছেন লোকি ফার্গুসন। বেঙ্গালুরুর পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন দেবদূত পাডিকাল।
জবাবে কলকাতাকে জেতাতে মুখ্য ভূমিকা রাখেন শুভমন গিল ও আইপিএলে অভিষেক ম্যাচ খেলতে নামা বেঙ্কটেশ আইয়ার। অর্ধশতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন শুভমন। কিন্তু ৩৪ বলে ৪৮ রানের মাথায় যুজবেন্দ্র চহালের বলে মোহাম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।
তবে সেই ওভারেই তিনটি চার মেরে ম্যাচ জেতান বেঙ্কটেশ। ২৭ বলে ৪১ রানে অপরাজিত থাকেন তিনি। গিল ফিরে যাওয়ার পর রাসেল ব্যাটিংয়ে নামলেও স্ট্রাইকই পাননি। ম্যাচ জিতে যায় কলকাতা। ম্যাচসেরা হয়েছেন বরুণ চক্রবর্তী।
আট ম্যাচে এ নিয়ে তৃতীয় জয়ের দেখা পাওয়া কলকাতা ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে। বেঙ্গালুরুর এটি তৃতীয় হার। ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তৃতীয়।