স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ সেপ্টেম্বর।। শান্তি শৃঙ্খলা ভঙ্গ এবং কোভিড-১৯ অতিমারীর তৃতীয় ঢেউয়ের আশঙ্কা থাকায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ১৯৭৩-এর ১৪৪ ধারা অনুযায়ী সদর পুলিশ সাবডিভিশনের পূর্ব ও পশ্চিম আগরতলা থানা এলাকায় কিছু বিধিনিষেধ আরোপ করেছেন।
এই আদেশ আজ ২১ সেপ্টেম্বর, ২০২১ সকাল ৬টা থেকে কার্যকর হয়েছে এবং আগামী ৪ নভেম্বর, ২০২১ এর মধ্যরাত্রি পর্যন্ত তা বলবৎ থাকবে।
এই আদেশে এই সময়ে যেকোন রাজনৈতিক দলের সভা, মিছিল, জমায়েতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আই পি সি’র ১৮৮ ধারা এবং বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সর্বসাধারণের অবগতির জন্য পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছেন।