অনলাইন ডেস্ক, ২২ সেপ্টেম্বর।। লিওনেল মেসির হাঁটুতে চোট ধরা পড়েছে। তাই ফরাসি ক্লাব পিএসজির পরবর্তী ম্যাচে দেখা যাবে না এই আর্জেন্টাইনকে।
বুধবার লিগ ওয়ানে মেসের বিপক্ষে ম্যাচ পিএসজির। সেই ম্যাচে মেসিকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি ক্লাবটি।
রবিবার লিঁওর বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ম্যাচে ৭৫ মিনিটে মেসিকে তুলে নেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। সেদিনই তার হাঁটুতে অস্বস্তি বোঝা গিয়েছিল। যদিও মেসি বেশ অসন্তুষ্ট ছিলেন তাকে তুলে নেওয়ায়।
পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে সেদিনই প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। পচেত্তিনো বলেছিলেন, ‘ভবিষ্যতে মেসির চোট এড়ানোর জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সামনে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, আমাদের তাকে রক্ষা করতে হবে। ’
মঙ্গলবার এক বিবৃতিতে পিএসজি জানায়, এমআরআই স্ক্যানে মেসির হাঁটুতে চোটের আভাস মিলেছে। ৪৮ ঘণ্টা পরে আরেকটি স্ক্যানের কথা জানিয়েছে লিগ ওয়ানের ক্লাবটি।