অনলাইন ডেস্ক, ২০ সেপ্টেম্বর।। আফগানিস্তানে মাধ্যমিক বিদ্যালয় খুললেও মেয়ে শিক্ষার্থীদের এখনো স্কুলে যাওয়ার অনুমতি দেয়নি তালেবান। শুধু ছাত্ররা এবং পুরুষ শিক্ষকরাই শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার অনুমতি পেয়েছে।
আফগান স্কুলছাত্রীরা বিবিসিকে বলেছে, তারা বিদ্যালয়ে ফিরতে না পেরে ভেঙ্গে পড়েছে। কাবুলের বাসিন্দা ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রী বলেন, এটি একটি ‘দুঃখজনক দিন’।
‘আমি একজন ডাক্তার হতে চেয়েছিলাম, সেই স্বপ্ন এখন শেষ হয়ে গেছে! আমার মনে হয় না যে, তারা আমাদেরকে আবার স্কুলে যেতে দেবে। এমনকি তারা আবার উচ্চ বিদ্যালয় খুললেও, তারা আসলে চায় না যে নারীরা শিক্ষিত হোক’।
আইনজীবী হতে চাওয়া আরেক স্কুল ছাত্রী বলছিলেন, ‘আমি আমার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। সবকিছু খুব অন্ধকারাচ্ছন্ন লাগছে। প্রতিদিন আমি ঘুম থেকে উঠি এবং নিজেকে জিজ্ঞেস করি কেন আমি বেঁচে আছি? আমার কি ঘরে থেকে অপেক্ষা করা উচিৎ যে কখন কেই এসে দরজায় কড়া নেড়ে আমাকে বিয়ে করতে বলবে? এটা কি একজন নারী হওয়ার উদ্দেশ্য?’
তার বাবা বলেছিলেন, ‘আমার মা নিরক্ষর ছিলেন এবং এর জন্য আমার বাবা তাকে ক্রমাগত তুচ্ছতাচ্ছিল্য করতো এবং তাকে গর্ধব বলে ডাকতো। আমি চাই না যে আমার মেয়ে আমার মায়ের মতো হোক’।