পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। ফেরদৌসের পরিবারের ভাই ও বোনের সাথে কথা বলে জানা গেছে গতকাল রাত্রে এলাকার আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি ফেরদৌস মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
তবে তাকে কি কারণে ডেকে নিয়ে যায় তা এখনো জানা যায়নি।পরিবারের অভিযোগ তাকে প্রথমে খুন করা হয়েছে তারপর বিদ্যুতের খুঁটির সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। এই ঘটনা আনোয়ার হোসেন, তাজুল ইসলাম ও ফিরোজ মিয়া নামে তিন ব্যক্তি জড়িত রয়েছে বলে অভিযোগ ।
তাদের সাথে পূর্ব শত্রুতা রয়েছে বলে জানা যায়। এই ঘটনার খবর প্রথমে পুলিশকে দেওয়া হলে পুলিশ গিয়ে ফেরদৌস মিয়ার মৃতদেহ মেলাঘর হাসপাতালে নিয়ে আসেন। ময়না তদন্ত করার পর তাঁর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়া হবে বলে জানা যায়।
এই ঘটনায় পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন।হত্যা না আত্মহত্যা নিয়ে ধোঁয়াশা। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ যদি সঠিক তদন্ত করে তাহলে আসল রহস্য বেরিয়ে আসবে।