CM Biplab: বাঁশের যথাযথ ব্যবহারে সমৃদ্ধ হবে রাজ্যের অর্থনীতি জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। বাঁশের যথাযথ ব্যবহারে সমৃদ্ধ হবে রাজ্যের অর্থনীতি। রাজ্যে উৎপাদিত বাশজাত সামগ্রীর বাজারজাতকরণ ও বাঁশ শিল্পের বিকাশে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বিশ্ব বাঁশ দিবস উপলক্ষে আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অফিসকক্ষে টিআরপিসি লিমিটেডের উদ্যোগে তৈরি কিছু বাঁশজাত পণ্য বাজারজাতকরণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিশ্ব বাশ দিবস উপলক্ষে টিআরপিসি লিমিটেডের ই কমার্স প্ল্যাটফর্মের ওয়েবসাইটের সূচনা করেন।

ওয়েবসাইটটি হলো vandhantripura.com মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের বাশ শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খাদি গ্রামোদ্যোগ পর্ষদের সহযোগে টিআরপিসি লিমিটেডকে কাজ করার পরামর্শ দেন।

মুখ্যমন্ত্রী টিআরপিসি লিমিটেডের এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া ও টিআরপিসি লিমিটেডের এমডি প্রসাদ রাও প্রমুখ।

উল্লেখ্য, আজ টিআরপিসি লিমিটেডের পক্ষ থেকে বাঁশের তৈরি ল্যাপটপ স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড, বাশের তৈরি বোতল, জাতীয় পতাকা স্ট্যান্ড, অশোক স্তম্ভ, বৌদ্ধ মূর্তি ইত্যাদি ১০টি বাঁশের তৈরি পণ্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে তুলে দেওয়া হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?