Babul Supriya: দলবদল করলেন আসানসোলের সাংসদ- তৃণমূলের যোগ দিলেন বাবুল সুপ্রিয়

অনলাইন ডেস্ক, ১৮ সেপ্টেম্বর।। রাজনীতিতে এই মুহুর্তে সবচেয়ে বড় খবর। তৃণমূলের যোগদান দিলেন বাবুল সুপ্রিয়। দলবদল করলেন আসানসোলের সাংসদ। কিছুদিন আগেই বিজেপি ছাড়েন তিনি।

তখন তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন ‘আলবিদা’। বাবুল সুপ্রিয়ের তৃণমূলে যোগদান রাজনীতিতে বড় পরিবর্তন। শুধু স্বাভাবিক বলা যায়, বাবুলের এই যোগদান  সর্বভারতীয় বিজেপির  জন্য বড় ধাক্কা।

সূত্রের খবর, বাবুল সুপ্রিয় কে ভবানীপুরে প্রচারে আনতে চায় তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে চান তিনি। বিজেপির অভ্যন্তরে যে কুৎসা কেলেঙ্কারি চলছে সেগুলিঅ রাজ্যের মানুষের কাছে তুলে ধরতে চান তিনি।অভিষেক বন্দ্যোপাধ্যায়েরথেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।

প্রসঙ্গত, ৩১ জুলাই রাজনীতি থেকে সরে দাঁড়াবার কথা জানান তিনি। শনিবার ক্যাম্যাক স্ট্রিটের অফিসে অভিষেক মুখোপাধ্যায়ের উপস্থিতিতে বাবুল সুপ্রিয়ের তৃণমূলে যোগদান রাজনীতি অবশ্যই তাৎপর্যপূর্ণ ঘটনা।উপস্থিত ছিলেন ডেরেক ও ব্রায়ান।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?