Bhagaban Das: জনকল্যাণে উন্নয়ন কর্মসুচির কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে, জানালেন মন্ত্রী ভগবান দাস

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১৮ সেপ্টেম্বর।। জনকল্যাণে উন্নয়ন কর্মসূচির কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে। জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের মধ্যে সমন্বয় রেখে উন্নয়নমূলক কর্মসূচিগুলি রূপায়ণ করতে হবে। আজ কৈলাসহরের সার্কিট হাউসে এক পর্যালোচনা সভায় প্রাণী সম্পদ বিকাশ ও শ্রম মন্ত্রী ভগবান দাস একথা বলেন।

সভায় ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারি সভাধিপতি শ্যামল দাস, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারায়ণ সিংহ, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লাকি পাল দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হ্যাপি দাস সহ ঊনকোটি জেলার জেলাশাসক উত্তম কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসক এন ডার্লং এবং বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

সভায় অতিরিক্ত জেলাশাসক জানান, এখন পর্যন্ত ঊনকোটি জেলায় রেগার কাজে ১৩ কোটি ৩৩ লক্ষ ৭৫০ শ্রমদিবসের সৃষ্টি হয়েছে। পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের আধিকারিক জানান, স্বচ্ছ ভারত (ফেজ-২)তে জেলার ২৭টি পঞ্চায়েতকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বন দপ্তরের আধিকারিক জানান, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় এই জেলায় ১০ হাজার ৯৬০ পরিবারকে আম, জাম, গোলমরিচ, আগর প্রভৃতি গাছের চারা দেওয়া হয়েছে। মৎস্য দপ্তরের প্রতিনিধি জানান, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় জেলার ৪,৪৬৩টি পরিবারকে ৫০০টি করে মিশ্র মাছের পোনা দেওয়া হয়েছে।

কৃষি দপ্তরের প্রতিনিধি জানান, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ১২,৮২৩টি পরিবারকে ১৫টি করে বিভিন্ন ধরণের ফলের চারা এবং ১ প্যাকেট করে সব্জি বীজ দেওয়া হয়েছে। তাছাড়া বিভিন্ন দপ্তরের আধিকারিকগণও সভায় তাদের দপ্তরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?